যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের স্থাবর–অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ রোববার এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, নাবিল আহমেদের জব্দকৃত স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ১৯২ টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদ হিসেবে ১০৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

৫ নভেম্বর কাজী নাবিল আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ, অবরুদ্ধ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা আল আমিন। আজ আদালত আবেদনগুলো মঞ্জুর করেন।

আবেদনগুলোয় বলা হয়েছে, যশোর–৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করেছেন। সে জন্য দুদক আইনের ২৭(১) ধারায় মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়ও মামলা হয়েছে। আসামি তাঁর সম্পদগুলো অন্যত্র স্থানান্তর করলে মামলার ক্ষতি হতে পারে। সে জন্য তাঁর স্থাবর–অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

অপর আবেদনের শেষাংশে বলা হয়েছে, মামলার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশযাত্রা বন্ধ করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ব ল আহম দ র অবর দ ধ

এছাড়াও পড়ুন:

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার জন্য অমিতাভ বচ্চনের শুভেচ্ছা

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। তার পরবর্তী ‘প্রিন্স’ সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। 

শনিবার (৮ নভেম্বর) রাতে মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ করেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতান। মূলত, ‘প্রিন্স’ সিনেমার ডিওপি অমিত রায়ের বদৌলতে সাক্ষাৎ করেন তারা। 

আরো পড়ুন:

গোঁফওয়ালা শাকিবকে দেখে ভক্তদের উল্লাস

শাকিবের নায়িকা হতে ইধিকার ৩৮ লাখ টাকা পারিশ্রমিক দাবি?

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে জানানো হয়েছে, “সম্মানের মুহূর্ত! ‘প্রিন্স’ টিম মুম্বাইয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন স্যারের সাথে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। ভারতীয় চলচ্চিত্রের ‘শাহেনশাহ’ সিনেমাটির জন্য আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি।”

আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। ডিসেম্বরের শুরুতে দৃশ্যধারণের কাজ শুরু করবেন নির্মাতারা। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে মুম্বাইয়ে। এ কারণে পরিচালক ও প্রযোজক মুম্বাইয়ে অবস্থান করছেন।

অমিভাত বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমার পরিচালক ও প্রযোজককে দেখে অনেকে চমকে উঠেছেন। দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয় পড়ে। নেটিজেনরাও উচ্ছ্বাস প্রকাশ করছেন। একজন লেখেন, “নিশ্চয়ই অসম্ভব কিছু সম্ভব করতে যাচ্ছে ‘প্রিন্স’, যা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।”

মুম্বাই থেকে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, “অমিতাভ বচ্চন স্যার একটি শুটিংয়ে ছিলেন। তার মধ্যে অমিত দাদার সঙ্গে আমরা গিয়েছিলাম। বাংলা সিনেমায় আমরা অনেক বড় কিছু করতে যাচ্ছি জানতে পেরে ভীষণ খুশি হয়েছেন, এমনকি শাকিব ভাই সম্পর্কেও জেনেছেন। আমাদের সঙ্গে বাংলাতেও কথা বলেছেন। তার অতি মূল্যবান সময় থেকে কিছু সময় আমরা পেয়ে অনেক গর্বিত।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ