সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় উপ-কমিটি গঠন
Published: 20th, May 2025 GMT
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) প্রক্টর সাইফুদ্দীন আহমদকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে নিরাপত্তা কমিটি তাদের সুপারিশ পেশ করবে।
একইসঙ্গে রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্যবর্ধনের জন্য আরেকটি উপ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনের কনফারেন্স কক্ষে ‘রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সুপারিশ প্রণয়ন’ সংক্রান্ত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিলা জেরিন।
আরো পড়ুন:
ডাকসু নির্বাচনে ব্যক্তিতেই আস্থা শিক্ষার্থীদের
ঢাবিতে জুলাই বিপ্লব পরবর্তী দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা-বিষয়ক সেমিনার
এতে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কালী মন্দির কর্তৃপক্ষ ও বাংলা একাডেমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, ঢাবি প্রশাসনের অনুরোধে ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে ভাসমান লোক ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। প্রতিদিনই মাদকবিরোধী অভিযান চলছে। এছাড়া ২৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত আলোর জন্য ৮৫টি বাতি লাগানো হয়েছে। শিগগিরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের দুইটি ক্যাম্প স্থাপনের কাজ শুরু হবে। উদ্যানে আনসারের সদস্য বাড়িয়ে ৪০ জন করা হয়েছে।
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গ্রেনেডসহ দুজন গ্রেপ্তার
বান্দরবানের থানচি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তিনটি অস্ত্র, একটি গ্রেনেড, গোলাবারুদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা অস্ত্র চোরাচালানি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবির বলীপাড়া জোন (৩৮ বিজিবি ব্যাটালিয়ন)। বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র পাচার রোধে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বলীপাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
গত শুক্রবার অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরাকে (৩৩) আটক করে বিজিবি। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের অভিযানে ওয়েবারের সহযোগী রুইহং ম্রো (৬০) গ্রেপ্তার হন।
অভিযানে তাঁদের কাছ থেকে ৩০টি গুলি, একটি গ্রেনেড, একটি ম্যাগাজিন, একটি পিস্তল, একটি মর্টারের গোলার বাক্স, দুটি গাদা বন্দুক এবং কৃষি ব্যাংকের দুটি চেক বই উদ্ধার করা হয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ওয়েবার ত্রিপুরা ও রুইহং ম্রোকে থানচি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।