নওগাঁর সাপাহার সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে টিকটক ও সেলফি তোলার সময় দুই বাংলাদেশি কলেজছাত্রকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দিলেও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক দুই ছাত্র হলেন– বদলগাছী উপজেলার ধুলাপাড়া গ্রামের মোহাম্মাদ মিনহাজুল ইসলাম ও পাতকোলা গ্রামের মোহাম্মাদ তালিম আহমেদ সৌরভ। মিনহাজুল নওগাঁ ডিগ্রি কলেজের এবং সৌরভ সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।

জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মিনহাজুল ও সৌরভ সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্তের ২৪৬ নম্বর পিলার এলাকায় বেড়াতে যান। এ সময় কাঁটাতারের বেড়াঘেঁষে টিকটক ও সেলফি তুলছিলেন তারা। ভারতের অভ্যন্তরে সন্দেহভাজন প্রবেশের অভিযোগে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। খবর পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার তালেব ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত এনে রাত ১০টার দিকে সাপাহার থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে থানায় মামলা হয়েছে। এরপর তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নওগ ব এসএফ

এছাড়াও পড়ুন:

মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

দর্শনা চেকপোস্ট দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ 

নওগাঁয় ১০ জনকে ঠেলে দিল বিএসএফ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-১৬১ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত মেইন পিলার ১০৫ এর কাছে শূন্য লাইনে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

বৈঠকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার শ্রী তাপস কুমার এবং বিএসএফ-১৬১ ব্যাটালিয়নের হ্নদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধরমেন্দ্র দাহসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। এর মধ্যে, আটজন পুরুষ, পাঁচজন নারী ও চার শিশু রয়েছে। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘বিজিবি ১৭ জনকে হস্তান্তর করেছে।’’

ঢাকা/ফারুক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, ফেরত দিল বিএসএফ 
  • ‘ছবি তুলতে গিয়ে ভুলে’ সীমান্ত অতিক্রম, বিএসএফের হাতে দুই বাংলাদেশি কিশোর আটক, পরে ফেরত
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার
  • মুজিবনগর সীমান্তে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের