নেত্রকোণায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
Published: 15th, November 2025 GMT
নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাত ওরফে চাঁদ (৭) ও শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)।
আরো পড়ুন:
বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু
ইট তৈরির মেশিনে আটকে প্রাণ গেল শ্রমিকের
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘‘ফেরদৌস মিয়ার ভাই ও গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই পরিবারটির বাড়িতে ভিড় করেন স্বজনরা। এমন শোক ভারাক্রান্ত অবস্থার মধ্যে শনিবার বেলা সোয়া ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে যায়। একপর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অপর শিশু দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।’’
ঢাকা/ইবাদ/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন।
শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
নেত্রকোণায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বাগেরহাট কারাগারে ভারতীয় জেলের মৃত্যু
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন (সিটি করপোরেশনের বাইরে), সিলেট বিভাগে ২ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত একদিনে সারা দেশে ৭৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ২৪৩ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৩ হাজার ৮৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩১ জনের।
ঢাকা/এসবি