যশোরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সর্বশেষ বুধবার দিবাগত রাতে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ইউসুফ হোসেন (৪২) কিডনিজনিত ও হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার বাড়ি মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামে।

এর আগে বুধবার ভোরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮)। তিনিও ফুসফুস ও কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

এছাড়া আরও তিনজন করোনা সন্দেহভাজন রোগী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.

হুসাইন শাফায়েত জানান, যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ইউসুফ হোসেন বুধবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান। মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইউসুফের করোনা শনাক্ত হয়। উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।

উৎস: Samakal

কীওয়ার্ড: যশ র

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ