যশোরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সর্বশেষ বুধবার দিবাগত রাতে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ইউসুফ হোসেন (৪২) কিডনিজনিত ও হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার বাড়ি মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামে।

এর আগে বুধবার ভোরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮)। তিনিও ফুসফুস ও কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

এছাড়া আরও তিনজন করোনা সন্দেহভাজন রোগী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.

হুসাইন শাফায়েত জানান, যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ইউসুফ হোসেন বুধবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান। মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইউসুফের করোনা শনাক্ত হয়। উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।

উৎস: Samakal

কীওয়ার্ড: যশ র

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার ফাঁসির রায়ে হিলিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারা প্রাণদণ্ড ঘোষণার পর দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপি নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা পথচারী, হোটেল শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

উপস্থিত একাধিক নেতা জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি। ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ