গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। বিপিএলের সফলতম দলটি চ্যাম্পিয়ন হিসেবে ১০ থেকে ১৮ জুলাই মাঠে গড়ানো টুর্নামেন্টে অংশ নেবে।  

প্রভিডেন্সের গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স। দলে স্থানীয় তারকা ক্রিকেটার ছাড়াও আছেন পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার। 

বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। গত আসরের গ্লোবাল সুপার লিগে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন তিনি। এবারও দলকে নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

তার সঙ্গে রংপুরের দলে আছেন কাইল মেয়ার্স। তিনি অবশ্য বিপিএলে ফরচুন বরিশালে ছিলেন। তবে জিএসএলে রংপুরের জার্সি পরবেন। পাকিস্তানের ক্রিকেটার আকিফ জাভেদ, খাজা নাফি ও ইফতিখারকে রেখেছে রংপুর। তবে বিপিএলে রংপুরে খেলা এবং দারুণ ফর্মে থাকা খুলদীল শাহ নেই দলে। বাংলাদেশের সৌম্য সরকার, মাহিদুল অঙ্কন, নাঈম শেখরা খেলবেন রংপুরের হয়ে। 

রংপুর রাইডার্সের দল: নুরুল হাসান, সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম, কামরুল রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার, রাকিবুল হাসান, ইয়াসির রাব্বি, কাইল মেয়ার্স, তাবরেজ শামসি, ইব্রাহিম জদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিট সিং, খাজা নাফি।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

আ.লীগের মিছিল থামানোর দায়িত্বে থাকা সেই ৩ পুলিশকে প্রত্যাহার

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তাকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। 

ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম, এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

ডিএমপি কমিশনারের নির্দেশে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর এলাকা পরিদর্শনে যান। তিনি দেখতে পান, আওয়ামী লীগের মিছিল বন্ধের দায়িত্বে থাকা সত্ত্বেও এই তিন কর্মকর্তা নিজেদের দায়িত্ব পালনের পরিবর্তে খাওয়া ও বিশ্রামে ছিলেন। তাৎক্ষণিক এ অবহেলার কারণে তিনি তাদের ক্লোজড করার আদেশ দেন।

ঢাকা/এমআর/এস

সম্পর্কিত নিবন্ধ