জলবায়ু-সহনশীল কৃষির উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি
Published: 20th, June 2025 GMT
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন বাংলাদেশের প্রান্তিক কৃষক। এই সংকট মোকাবিলায় কৃষিতে অভিযোজন সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন কৃষি গবেষকরা।
‘ব্র্যাক এডাপটেশন ক্লিনিক এবং দীর্ঘমেয়াদী কৃষি-পরামর্শমূলক সেবার জন্য আকাসা পোর্টালের সুবিধা প্রদান’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তাঁরা এসব কথা বলেন। গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনা কেন্দ্রে (বিসিডিএম) কর্মশালা শেষ হয়। এর আয়োজন করে ব্র্যাক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ও আকাসা প্রকল্প।
কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাটির উর্বরতা হ্রাস, উৎপাদনশীলতা কমে যাওয়া, ফসল উৎপাদনে অনিশ্চয়তা এবং খাদ্য নিরাপত্তাহীনতার মতো ঝুঁকি বাড়ছে। এই বাস্তবতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএআরসি, বাংলাদেশ ধান ও কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্র্যাকের মতো সংস্থার কার্যকর সমন্বয় ও অংশীদারত্ব খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরসির পরিচালক (কম্পিউটার ও জিআইএস) এবং আকাসা প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হাসান মো.
প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক তৌসিফ আহমেদ কোরেশী। তিনি বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় ১৯টি এডাপটেশন ক্লিনিক পরিচালনা করছে ব্র্যাক। এটি কৃষকদের জলবায়ু-সহনশীল ফসল নির্বাচন, আবহাওয়া তথ্য, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।
আকাসা প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার জলবায়ু-সহনশীল কৃষির জন্য প্রয়োজনীয় উপাত্ত ও বিশ্লেষণ সরবরাহ করা হচ্ছে। প্রকল্পটি জলবায়ু ঝুঁকি, দুর্যোগ প্রবণতা ও কৃষির ওপর প্রভাব বিষয়ে তথ্য বিশ্লেষণ করে অভিযোজন পরিকল্পনা তৈরিতে সহায়তা করে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দায়িত্ব পালনে কমিশনে কোনো বৈষম্য ও অন্যায় হতে দেব না: পিএসসি চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘২০২৪–এর তরুণ প্রজন্ম যে বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা বিলোপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় কমিশনে কোনো ধরনের বৈষম্য ও অন্যায় হতে দেব না।’ আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভায় পিএসসি চেয়ারম্যান এ কথাগুলো বলেন।
আরও পড়ুনপূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার০৩ আগস্ট ২০২৫সভার শুরুতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী ও আহত ব্যক্তিদের নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় পিএসসি চেয়ারম্যান জুলাই শহীদদের ত্যাগকে স্মরণ রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও কমিশন সচিবালয়ের সচিব ও কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনবিসিক নবমসহ বিভিন্ন গ্রেডে নেবে ১৮৫ জন, করুন আবেদন৮ ঘণ্টা আগে