গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের ৪৯৫ রান হতে মাত্র ৩০ রানে পিছিয়ে আছে লঙ্কানরা। তাদের হাতে আছে ৪ উইকেট। 

গল টেস্ট শুরুর দিন দলের ক্যাম্প ছেড়েছেন বাংলাদেশের সঙ্গে কাজ করা পাকিস্তানি স্পিন বোলিং পরামর্শক মুশতাক আহমেদ। তার দল ছাড়ার কারণ হিসেবে জানা গেছে, দলকে প্রস্তুত করার কাজ সম্পন্ন করে চলে গেছেন তিনি। 

বিসিবি জানিয়েছে, মুশতাক ঢাকায় এবং গলে টেস্ট দলের স্পিনারদের নিয়ে খুব কাছ থেকে আন্তরিকভাবে কাজ করেছেন। দলের প্রস্তুতির কাজ শেষ করে ক্যাম্প ছেড়েছেন তিনি। 

টিম ম্যানেজার নাফিস ইকবাল ক্রিকবাজকে বিষয়টি নিয়ে বলেছেন, ‘মুশতাকের সঙ্গে বিসিবির সুনির্দিষ্ট সংখ্যক দিন কাজ করার চুক্তি হয়েছে। তিনি দলের অনুশীলন পর্বে উপস্থিত ছিলেন। তার কাজ শেষ করে ক্যাম্প ছেড়েছেন। আবার ৬ জুলাই দলের সঙ্গে যোগ দেবেন।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ  ২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে। ৮ জুলাই খেলবে সিরিজের শেষ ওয়ানডে। যার অর্থ শেষ ওয়ানডের আগে ক্যাম্পে যোগ দিয়ে টি-২০ সিরিজ পর্যন্ত দলের সঙ্গে থাকতে পারেন তিনি। 

মুশতাক আহমেদকে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আগে স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়। গত মার্চে তার সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করেছে বিসিবি। তবে পাকিস্তান জাতীয় দলের সাবেক এই স্পিনার বছরে ১৩০-১৪০ দিনের মতো কাজ করবেন। যে কারণ লঙ্কা সিরিজের পুরো এক মাস দলের সঙ্গে না থেকে সিরিজের মাঝে ছুটি নিয়েছেন তিনি।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দল র স ক জ কর ম শত ক

এছাড়াও পড়ুন:

আ.লীগের মিছিল থামানোর দায়িত্বে থাকা সেই ৩ পুলিশকে প্রত্যাহার

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তাকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। 

ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম, এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

ডিএমপি কমিশনারের নির্দেশে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর এলাকা পরিদর্শনে যান। তিনি দেখতে পান, আওয়ামী লীগের মিছিল বন্ধের দায়িত্বে থাকা সত্ত্বেও এই তিন কর্মকর্তা নিজেদের দায়িত্ব পালনের পরিবর্তে খাওয়া ও বিশ্রামে ছিলেন। তাৎক্ষণিক এ অবহেলার কারণে তিনি তাদের ক্লোজড করার আদেশ দেন।

ঢাকা/এমআর/এস

সম্পর্কিত নিবন্ধ