ওমর সানী কি সত্যিই আম বিক্রি করছেন
Published: 20th, June 2025 GMT
আজ শুক্রবার সন্ধ্যায় কথা হচ্ছিল নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীর সঙ্গে। জানালেন, মানিকগঞ্জে আছেন। নিজের রেস্টুরেন্টে সময় দিচ্ছেন। তবে বিকেলে থেকে একটা বিষয় নিয়ে তিনি ভীষণ বিরক্ত। সে প্রসঙ্গ মনে করে সানী বললেন, কে বা কারা তাঁকে আম ব্যবসায়ী বানিয়ে দিয়েছেন। অথচ তিনি নাকি আমের ব্যবসা করছেন না। এ নিয়ে ফোনের ওপার একনাগাড়ে নিজের ক্ষোভের কথা জানিয়ে গেলেন।
একসময়ের ব্যস্ত ও জনপ্রিয় নায়ক ওমর সানী এখন অভিনয়ে অনিয়মিত। হঠাৎ হঠাৎ তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের খবরে পাওয়া যায়। তবে এখন তিনি পুরোদস্তুর ব্যবসায়ী। রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। শুরুতে ঢাকা শহরে রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করলেও এখন ঢাকার বাইরে নিয়ে গেছেন এই ব্যবসা। দিন দিন ওমর সানীর সেই রেস্টুরেন্টে বিক্রি বাড়ছে। এটা উপভোগ করছেন নব্বই দশকের এই তারকা। এর মধ্যে খবর চাউর হয়, আমের ব্যবসা করছেন।
শুক্রবার কথা প্রসঙ্গে ওমর সানী বললেন, ‘আমার এক আত্মীয় আমের ব্যবসা করছেন। আমি তাঁকে সহযোগিতা করছি। সহযোগিতা করতেই আমি ওদের পেজ শেয়ার করেছি। তবে ভবিষ্যতে আমের ব্যবসা মন চাইলে করতেও পারি। আমি মনে করি, ব্যবসা করা দোষের কিছু নয়। সৎভাবে যেটাই করব, সেটাই আনন্দের, কোনো চুরি তো করছি না।’
ওমর সানী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র ব যবস ওমর স ন করছ ন
এছাড়াও পড়ুন:
প্রেম করছেন ধানুশ-ম্রুণাল?
গত বছর আনুষ্ঠানিকভাবে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশের। এদিকে, গুঞ্জন উড়ছে—বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেতা।
একাধিকবার একসঙ্গে দেখা গেছে ধানুশ ও ম্রুণাল ঠাকুরকে। তাদের সম্পর্কের ব্যাপারটি প্রথম নজরে পড়ে, যখন ম্রুণাল ঠাকুরের জন্মদিনের পার্টিতে যান ধানুশ। এ পার্টিতে পরস্পরের হাত ধরে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে তাদের কথা বলতে দেখা যায়। এ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ এখন অনলাইনে ভাইরাল।
এরপর ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সন অব সরদার টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নেন ধানুশ। সেখানেও একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। মূলত, তারপরই অনেকের মনে প্রশ্ন—তারা কি কেবল বন্ধু, না কি এর চেয়েও বেশি কিছু?
আরো পড়ুন:
কমেডিয়ান মদন মারা গেছেন
‘দ্য কেরালা স্টোরি কেরালাবাসীর জন্য চূড়ান্ত অবমাননাকর’
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, আনন্দ এল রাই নির্মাণ করছেন ‘তেরে ইশক ম্যায়’ সিনেমা। এতে অভিনয় করছেন ধানুশ ও কৃতি স্যানন। যদিও সিনেমাটিতে ম্রুণাল ঠাকুরের অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ধারণা করা হচ্ছে, ধানুশের সঙ্গে ম্রুণালকে পরিচয় করিয়ে দিয়েছেন কৃতি স্যানন। ধানুশ-ম্রুণালের প্রেম নিয়ে চর্চা চললেও কেউই মুখ খুলেননি।
ঐশ্বরিয়া রজনীকান্ত তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে। ২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুশ ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে—যাত্রা ও লিঙ্গা। ঐশ্বরিয়ার পরিচালনায় ‘থ্রি’ সিনেমায় অভিনয় করেন ধানুশ। এই সিনেমার ‘কলাভেরি ডি’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়।
২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ধানুশ-ঐশ্বরিয়া। তারপর পরিবার এবং আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা বহুবার করেও ব্যর্থ হন। গত বছরের ২৭ নভেম্বর এ দম্পতির বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন আদালত। তারপর থেকে একা জীবনযাপন করছেন ধানুশ।
ঢাকা/শান্ত