ওমর সানী কি সত্যিই আম বিক্রি করছেন
Published: 20th, June 2025 GMT
আজ শুক্রবার সন্ধ্যায় কথা হচ্ছিল নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানীর সঙ্গে। জানালেন, মানিকগঞ্জে আছেন। নিজের রেস্টুরেন্টে সময় দিচ্ছেন। তবে বিকেলে থেকে একটা বিষয় নিয়ে তিনি ভীষণ বিরক্ত। সে প্রসঙ্গ মনে করে সানী বললেন, কে বা কারা তাঁকে আম ব্যবসায়ী বানিয়ে দিয়েছেন। অথচ তিনি নাকি আমের ব্যবসা করছেন না। এ নিয়ে ফোনের ওপার একনাগাড়ে নিজের ক্ষোভের কথা জানিয়ে গেলেন।
একসময়ের ব্যস্ত ও জনপ্রিয় নায়ক ওমর সানী এখন অভিনয়ে অনিয়মিত। হঠাৎ হঠাৎ তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের খবরে পাওয়া যায়। তবে এখন তিনি পুরোদস্তুর ব্যবসায়ী। রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। শুরুতে ঢাকা শহরে রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করলেও এখন ঢাকার বাইরে নিয়ে গেছেন এই ব্যবসা। দিন দিন ওমর সানীর সেই রেস্টুরেন্টে বিক্রি বাড়ছে। এটা উপভোগ করছেন নব্বই দশকের এই তারকা। এর মধ্যে খবর চাউর হয়, আমের ব্যবসা করছেন।
শুক্রবার কথা প্রসঙ্গে ওমর সানী বললেন, ‘আমার এক আত্মীয় আমের ব্যবসা করছেন। আমি তাঁকে সহযোগিতা করছি। সহযোগিতা করতেই আমি ওদের পেজ শেয়ার করেছি। তবে ভবিষ্যতে আমের ব্যবসা মন চাইলে করতেও পারি। আমি মনে করি, ব্যবসা করা দোষের কিছু নয়। সৎভাবে যেটাই করব, সেটাই আনন্দের, কোনো চুরি তো করছি না।’
ওমর সানী.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র ব যবস ওমর স ন করছ ন
এছাড়াও পড়ুন:
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি
শরতের বিশেষ আয়োজনে পড়ুন ৭ কবির শরৎ বন্দনা
[কবিতা পড়তে কবি-নামের ওপর ক্লিক করুন]
• শিহাব সরকার
• আলফ্রেড খোকন
• শিবলী মোকতাদির
• পিয়াস মজিদ
• মালিহা জেরিন
• মেহেরুবা নিশা
• রিক্তা রিচি