স্পেনের মায়োর্কার ক্লাব সান্তা কাতালিনা আতলেতিকোয় খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ তাঁর মনে হলো, ফুটবলার হিসেবে নয়; বরং ফুটবল ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়বেন। কার্লোস কুয়েস্তা সে ইচ্ছাই পূরণ করেছেন।

কুয়েস্তা এ সিদ্ধান্ত নিয়েছিলেন ২০০৯ সালে। তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। এখনো বয়স খুব বেশি নয়—২৯ বছর ১০ মাস ২২ দিন। কম বয়সের কারণেই কুয়েস্তা এখন বিশ্ব ফুটবলে আলোচিত নাম।

গত পরশু তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালিয়ান সিরি ‘আ’–এর ক্লাব পার্মা, যা তাঁকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বকনিষ্ঠ কোচের আসনে বসিয়েছে। সম্প্রতি পার্মা ছেড়ে ইন্টার মিলানের কোচ হয়েছেন ক্রিস্টিয়ান চিভু। তাঁর জায়গায় কুয়েস্তাকে দায়িত্ব দিয়েছে পার্মা।

ফুটবল ব্যবস্থাপনায় অধ্যয়ন শেষ করেই কোচিংয়ে ঝুঁকে পড়েন কুয়েস্তা। কোচিংয়ে তাঁর হাতেখড়ি হয় আতলেতিকো মাদ্রিদের যুব একাডেমি দিয়ে। এরপর তিন বছর কাজ করেছেন জুভেন্টাস যুব একাডেমিতে।

আর্সেনালে মিকেল আরতেতার সহকারী হিসেবে পাঁচ বছর কাজ করেছেন কার্লোস কুয়েস্তা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধের পর গুলিতে প্রাণ গেল গৃহবধূরও

প্রতীকী ছবি

সম্পর্কিত নিবন্ধ