বয়স ৩০ হওয়ার আগেই শীর্ষ লিগে কোচ, তাঁর মতো আর কারা
Published: 21st, June 2025 GMT
স্পেনের মায়োর্কার ক্লাব সান্তা কাতালিনা আতলেতিকোয় খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ তাঁর মনে হলো, ফুটবলার হিসেবে নয়; বরং ফুটবল ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়বেন। কার্লোস কুয়েস্তা সে ইচ্ছাই পূরণ করেছেন।
কুয়েস্তা এ সিদ্ধান্ত নিয়েছিলেন ২০০৯ সালে। তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। এখনো বয়স খুব বেশি নয়—২৯ বছর ১০ মাস ২২ দিন। কম বয়সের কারণেই কুয়েস্তা এখন বিশ্ব ফুটবলে আলোচিত নাম।
গত পরশু তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালিয়ান সিরি ‘আ’–এর ক্লাব পার্মা, যা তাঁকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বকনিষ্ঠ কোচের আসনে বসিয়েছে। সম্প্রতি পার্মা ছেড়ে ইন্টার মিলানের কোচ হয়েছেন ক্রিস্টিয়ান চিভু। তাঁর জায়গায় কুয়েস্তাকে দায়িত্ব দিয়েছে পার্মা।
ফুটবল ব্যবস্থাপনায় অধ্যয়ন শেষ করেই কোচিংয়ে ঝুঁকে পড়েন কুয়েস্তা। কোচিংয়ে তাঁর হাতেখড়ি হয় আতলেতিকো মাদ্রিদের যুব একাডেমি দিয়ে। এরপর তিন বছর কাজ করেছেন জুভেন্টাস যুব একাডেমিতে।
আর্সেনালে মিকেল আরতেতার সহকারী হিসেবে পাঁচ বছর কাজ করেছেন কার্লোস কুয়েস্তা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
মাসদাইরে মশক নিধনে বিএনপি নেতারা
ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় মশক নিধনে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা না গেলেও বিএনপি নেতারা মাঠে নেমেছেন। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশা মারার ওষধ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় ইউনিয়ন পরিষদের মেম্বাররা থাকলেও তারা মশক নিধনে কোন রকম ভূমিকা রাখেনি। এতে করে মশার উৎপাত যেমন বেড়েছে তেমনি ঘরে ঘরে জ¦র, ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে।
ইতিমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। গতকাল মশক নিধনে বিএনপি নেতারা এগিয়ে আসায় স্থানীয়রা তাদের সাধুবাদ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকে মশক নিধন কর্মসূচী শুরু হয়।
বেশ রাত পর্যন্ত এলাকার প্রধান সড়ক, শাখা রাস্তা, বিভিন্ন বাড়ির রাস্তা-গলি, জলাশয়ে ওষধ দেয়া হয়।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সহ সভাপতি রোজিনা মেম্বার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হক আলমগীর, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইয়াসিন আরাফাত সহ অনেকে ।