২১ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
Published: 22nd, June 2025 GMT
২১ দফা দাবিতে রংপুর কারমাইকেল কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল ১০টায় কয়েকশ শিক্ষার্থী নগরীর লালবাগ এলাকায় সড়ক অবরোধ করেন।
রোববার সকালে কলেজ প্রাঙ্গণে মিছিল নিয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করতে থাকেন। এরপর তারা অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সড়কে অবস্থান নেন। এতে করে রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা। খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা লালবাগ রেলক্রসিংয়ে যান। আন্দোলনকারীদের সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করেন।
এরপর কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদসহ সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৪ ঘণ্টা পর সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেন।
শিক্ষার্থী মনোয়ার হোসেন, আরমিলা জাহান ও মনীষা ইসলাম জানান, উত্তরের অক্সফোর্ডখ্যাত কারমাইকেল কলেজ শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতি কর্তৃপক্ষের চরম অবহেলা। রংপুরের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হলেও এখানে আধুনিক ক্লাস রুম নেই, পরিবহন ব্যবস্থা নেই, বিশাল কলেজের নিরাপত্তার জন্য কোনো পুলিশ বক্স নেই। এমন নানা অপ্রাপ্তির মাঝে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। অবিলম্বে শিক্ষার্থীদের ২১ দফা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ক্লাসে শিক্ষার্থীদের ফ্যান, বেঞ্চ, পর্যাপ্ত আলো, হোয়াইট বোর্ড নিশ্চিত করা, প্রতি বিভাগে প্রজেক্টরের মধ্যে ক্লাস পরিচালনার ব্যবস্থা করা, মাসিক পরীক্ষার আয়োজন করা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জারি করা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা, প্রতি ক্লাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যোগ্য ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করা ও শিক্ষার্থীদের গ্রুপ ওয়ার্কের ব্যবস্থা করা, কলেজ ম্যাগাজিন প্রকাশ ও শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা, কলেজে নতুন বিভাগ সংযোজন করা, শতাব্দী ভবনে ক্লাস শুরু করা ও ক্লাস রুমের সংখ্যা বাড়ান, শিক্ষার্থীদের আইডি কার্ড নিশ্চিত করা, পুলিশ বক্স নির্মাণ, যাতায়াতের জন্য বাস কেনা, অডিটোরিয়াম ভবন নির্মাণকাজ শেষ করা, ছাত্র ও ছাত্রী বিশ্রামাগার মেরামত ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ওসমানী হল সংস্কার করে দ্রুত সিট বরাদ্দ, সিএম হলের পরিবর্তে নতুন হল নির্মাণ, হেল্পলাইন নম্বর চালু, আইসিটি ভবনে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের সুবিধা নিশ্চিত করা, আর্থিক কার্যক্রমে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু, কলেজের দখল হওয়া জায়গা উদ্ধার, কলেজের প্রধান ফটক নির্মাণ, লাইব্রেরি ও সেমিনারে পর্যাপ্ত বই সরবরাহ, শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজে কম্পিউটার, ফটোকপি, অফিস স্টেশনারি দোকানের ব্যবস্থা করা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবি পূরণে কলেজ অধ্যক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এ জন্য শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমান বলেন, শিক্ষার্থীরা আমার দপ্তরসহ কলেজের বিভিন্ন বিভাগে তালা লাগিয়েছিল। পরে প্রশাসন ও পুলিশ তাদের সঙ্গে কথা বলেছে। তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। শিক্ষা উপদেষ্টার মাধ্যমে দাবি পূরণের ঘোষণা না এলে তারা কলেজে আবারও শাটডাউন কর্মসূচি পালন করবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক অবর ধ ন শ চ ত কর ব যবস থ কল জ র
এছাড়াও পড়ুন:
এনসিপিসহ তিন রাজনৈতিক দল যেসব প্রতীক পাচ্ছে
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল। দলগুলো হলো-জাতীয় নাগরিক পার্টি- এনসিপি, আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। ইতিমধ্যে দলগুলোকে প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যয় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্ক্সবাদী) ‘কাঁচি’ ও আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এরপর দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।’
আরো পড়ুন:
বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী
টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান
রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলসহ এর কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে সচিবের নিকট লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।
ইসির নিবন্ধন পেতে ১৪৩টি দল আবেদন করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২ দলের মাঠ পর্যায়ে তদন্ত পাঠায় নির্বাচন কমিশন। এরপর মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
তবে এনসিপি প্রতীক জটিলতা ও বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ হলে জাতীয় লীগসহ ১০ দলের অধিকতর যাচাইয়ের জন্য আবার তদন্ত করে সংস্থাটি। এরপর অধিকতর তদন্ত প্রতিবেদন যাচাই শেষে কয়েক দফা বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় ইসি।
পুনরায় মাঠ পর্যায়ের তদন্তে যে ১০টি দলকে পাঠানো হবে সেগুলো হল-আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগ।
ঢাকা/আসাদ/সাইফ