গাইবান্ধায় মাদক পাচারকালে শাশুড়ি-জামাই আটক
Published: 25th, June 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক দ্রব্য গাঁজা পাচারকালে পুলিশের হাতে আটক হয়েছেন শাশুড়ি ও মেয়ের জামাই। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার চার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ হয়েছে।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাসিমা বেগম (৪৫) ও তার মেয়ের জামাই ফারুক হোসেন (২৮)।
পুলিশ সূত্র জানায়, গোবিন্দগঞ্জ থানা মোড় (চার মাথা) এলাকায় কুড়িগ্রাম থেকে আসা একটি মোটরসাইকেল থামানো হয়। তল্লাশি করার সময় মোটরসাইকেলটির তেলের ট্যাংকি ও সিটের নিচে থেকে ৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা জব্দ হয়। মাদক বহনের অভিযোগে আটক করা হয় নাসিমা বেগম ও ফারুক হোসেনকে।
আরো পড়ুন:
কভার্ডভ্যানে মিলল ১৬০ বোতল ভারতীয় মদ
মাদক করাবারির বাড়িতে আগুন দিলেন স্থানীয়রা
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “একটি মোটরসাইকেলের পুরুষ ও নারী আরোহী গাঁজা নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন বলে খবর ছিল। গোবিন্দগঞ্জ চার মাথা মোড়ে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে সোপর্দ করা হবে।”
ঢাকা/মাসুম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক গ ব ন দগঞ জ
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন অপরাধে আটক ২
বন্দরে বিভিন্ন অপরাধে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার তাজউদ্দিন মিয়ার ছেলে ভূট্টো (৪৫) ও একই উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার রহিমউদ্দিন মিয়ার ছেলে ইউসুফ আলী (৪৮)।
আটককৃতদের মধ্য ভূট্টোকে পুলিশ আইনের ৩৪ ধারায় ও অপর আটককৃত কাজী ইউসুফ আলীকে ৫৪ ধারায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার অপরাধে তাদেরকে আটক করা হয়।