দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আমবোঝাই একটি মিনিট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইব্রাহিম ইসলাম (২৩) নামের এক মেকানিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর সহকারী শিমুল মিয়া (১৮)।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়।

ইব্রাহিম ইসলাম ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর মহল্লার বাসিন্দা আবদুর রহিমের ছেলে। আহত শিমুল মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে দিনাজপুর থেকে আমবোঝাই একটি মিনিট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের সামনে ট্রাকটি বিকল হয়ে পড়ে। পরে ট্রাকচালক গিয়ার বক্স খুলে তা মেরামতের জন্য বগুড়ায় যান এবং রাত সাড়ে ১১টার দিকে ফিরে আসেন। এরপর স্থানীয় একটি গ্যারেজ থেকে মেকানিক এনে গিয়ার বক্স লাগানোর কাজ চলছিল। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেকানিক ইব্রাহিম ইসলাম ও তাঁর সহকারী শিমুল মিয়া আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ইব্রাহিমের অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মেকানিকের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত মিনিট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

শেখ হাসিনার ফাঁসির রায়ে হিলিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারা প্রাণদণ্ড ঘোষণার পর দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপি নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা পথচারী, হোটেল শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

উপস্থিত একাধিক নেতা জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি। ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ