দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আমবোঝাই একটি মিনিট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইব্রাহিম ইসলাম (২৩) নামের এক মেকানিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর সহকারী শিমুল মিয়া (১৮)।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়।

ইব্রাহিম ইসলাম ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর মহল্লার বাসিন্দা আবদুর রহিমের ছেলে। আহত শিমুল মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে দিনাজপুর থেকে আমবোঝাই একটি মিনিট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের সামনে ট্রাকটি বিকল হয়ে পড়ে। পরে ট্রাকচালক গিয়ার বক্স খুলে তা মেরামতের জন্য বগুড়ায় যান এবং রাত সাড়ে ১১টার দিকে ফিরে আসেন। এরপর স্থানীয় একটি গ্যারেজ থেকে মেকানিক এনে গিয়ার বক্স লাগানোর কাজ চলছিল। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেকানিক ইব্রাহিম ইসলাম ও তাঁর সহকারী শিমুল মিয়া আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ইব্রাহিমের অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মেকানিকের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত মিনিট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

সবুজবাগে ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তের ছোড়া গুলিতে পথচারী আহত

রাজধানীর সবুজবাগের বাইগদিয়া নুনের টেক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মনির হোসেন (৪৬) নামে এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে গুলির ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ সূত্র জানায়, আহত মনির হোসেন খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় থাকেন। পেশায় তিনি একজন নিরাপত্তাকর্মী।

মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন একই এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম। তিনি জানান, বিকেলে কয়েকজন মিলে গোসল করার জন্য বাইগদিয়া এলাকায় যান মনির। সেখান থেকে হেঁটে ফেরার পথে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা কয়েকজন গুলি ছোড়ে। এতে তাঁর কোমরে গুলি লাগে।

সাইদুল আরও জানান, ঘটনাস্থলের পাশেই তখন গন্ডগোল চলছিল। গুরুতর আহত অবস্থায় মনিরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর নামের একজন ড্রেজার ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। প্রাণ বাঁচাতে তিনি পানিতে লাফ দেন। তখন গুলি এসে নিরাপত্তারক্ষী মনিরের গায়ে লাগে। ওসি বলেন, এ ঘটনায় ছয়জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ