গাইবান্ধায় ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি পিটুনিতে নিহত
Published: 29th, June 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তি পিটুনিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে মারধরের শিকার হন ওই ব্যক্তি। হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে স্থানীয় এক ব্যক্তি (৫০) প্রতিবেশী ৬ বছরের একটি শিশুকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। আহত শিশুকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।
এদিকে অভিযুক্ত ব্যক্তি গতকাল রাত নয়টার দিকে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। টের পেয়ে এলাকাবাসী তাঁকে আটক করে মারধর করেন। এ সময় ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান। আজ রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মারধরে নিহত হওয়ার ঘটনায় আজ সকালে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে হত্যার অভিযোগে মামলাটি করেন। এতে সাত থেকে আটজনকে আসামি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম মুঠোফোনে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ব ন দগঞ জ ম রধর
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার ফাঁসির রায়ে হিলিতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারা প্রাণদণ্ড ঘোষণার পর দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপি নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা পথচারী, হোটেল শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
উপস্থিত একাধিক নেতা জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি। ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।
ঢাকা/মোসলেম/রাজীব