গাইবান্ধায় ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি পিটুনিতে নিহত
Published: 29th, June 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তি পিটুনিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে মারধরের শিকার হন ওই ব্যক্তি। হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে স্থানীয় এক ব্যক্তি (৫০) প্রতিবেশী ৬ বছরের একটি শিশুকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। আহত শিশুকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।
এদিকে অভিযুক্ত ব্যক্তি গতকাল রাত নয়টার দিকে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। টের পেয়ে এলাকাবাসী তাঁকে আটক করে মারধর করেন। এ সময় ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান। আজ রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মারধরে নিহত হওয়ার ঘটনায় আজ সকালে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে হত্যার অভিযোগে মামলাটি করেন। এতে সাত থেকে আটজনকে আসামি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম মুঠোফোনে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ব ন দগঞ জ ম রধর
এছাড়াও পড়ুন:
শ্রীপুরে বঙ্গবন্ধুর মৃত্যুদিবসে কাঙালিভোজের আয়োজন, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নয়াপাড়া হাজীবাড়ী গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর মৃত্যুদিবস উপলক্ষে কাঙালিভোজের আয়োজনের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রাতুল (২৪) নয়াপাড়া হাজীবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নাসির মোড়লের সঙ্গে রাজনীতি করতেন বলে স্থানীয় লোকজন জানান। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা ছিল।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মনি বলেন, বিশাল আয়োজন করে রাতুল নামের এক ছাত্রলীগ কর্মীর বাড়িতে শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খিচুড়ি রান্না করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, রাতুল ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তাঁর নামে একটি মামলা ছিল। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে খিচুড়ি রান্নার বিষয়টি তিনি জানেন না।