ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও মুষলধারে, আবার কোথাও গুঁড়ি গুঁড়ি। এতে কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল থেকে এই বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

তরিফুল নেওয়াজ কবির জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ৩৯৯ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৭৭ মিলিমিটার।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।এছাড়া রংপুরের অনেক জায়গায় হালকা থেকে ভারি এবং ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত হচ্ছে।

আরো পড়ুন:

দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বৃষ্টির দিনে প্রিয় খাবার খিচুড়ি, আর কী?

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ধরন র ব ষ ট ধরন র ভ র পরবর ত বর শ ল

এছাড়াও পড়ুন:

বাতের ব্যথা বাড়লে করণীয়

নারীদের একটি কমন রোগ স হলো আর্থ্রাইটিস বা বাতের ব্যথা।  ৪০ পেরোতে না পেরোতেই শরীরে নানা অঙ্গের ব্যথায় জর্জরিত হন নারীরা। পুরুষদের তুলনায় নারীদের এই রোগ বেশি হয়। চিকিৎসকেরা বলেন, ‘বাতের ব্যথা নিয়ন্ত্রণে রাখতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার ব্যথার ক্ষেত্রে পারিবারিক ইতিহাস বা জিন অনেকাংশ সময় দায়ী।’’

চিকিৎসকেরা বলেন, ‘‘যেকোনো আর্থ্রাইটিসে ব্যথা থাকে। এজন্য প্রথমে ব্যথানাশক ওষুধ দেওয়া হয় রোগীকে। এরপরেও ব্যথা না কমলে অনেক সময় ডিজিজ মডিফাইং ওষুধ দেওয়া হয়। ওষুধের পাশাপাশি ব্যায়াম শিখিয়ে দেওয়া হয় রোগীকে। অনেক সময় ওষুধ ও ফিজিওথেরাপির মাধ্যমে আর্থ্রাইটিস ভালো হয়ে যায়।’’

আরো পড়ুন:

অ্যানথ্রাক্স ঝুঁকি: ঝালকাঠিতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই চলছে পশু জবাই

হাত-পায়ের ব্যথা কমাতে পাঁচটি নিয়ম মেনে চলুন

সঠিক চিকিৎসা গ্রহণের জন্য আর্থ্রাইটের মূল কারণ জানা জরুরি। যেসব কারণে বাত ব্যথা হতে পারে জেনে নিন।

এক. অস্থিসন্ধিতে যদি ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হয়, সেখান থেকে আর্থ্রাইটিস হতে পারে।
দুই. স্থিসন্ধিতে আঘাত পেলে আর্থ্রাইটিস হতে পারে। 

তিন. বাবা-মা বা বংশে কারও যদি আর্থ্রাইটিস থাকে, তাহলে পরবর্তীতে সন্তানদের আর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি ইউনিট, অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ফয়সাল একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য রোগীর ইতিহাস ও লক্ষণ জেনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রথমে কোন ধরনের আর্থ্রাইটিসে আক্রান্ত সেটি প্রথমে শনাক্ত করতে হবে। পরবর্তীতে আর্থ্রাইটিসের প্রকারভেদ অনুযায়ী রোগীকে ওষুধ দিতে হবে।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • অবাধে বালু তোলায় আন্তর্জাতিক সীমানা পিলার ঝুঁকিতে
  • সরকারি পানির লাইনে পোকা, শামুক, দুর্গন্ধ
  • ময়মনসিংহে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন
  • চলে গেলেন জাপানের একমাত্র সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী
  • বাতের ব্যথা বাড়লে করণীয়
  • নেত্রকোনায় প্রধান শিক্ষককে হত্যার ঘটনায় করা মামলায় স্ত্রী কারাগারে
  • এক মামলায় জামিনের পর সংস্কৃতিকর্মী শামীমকে আরও দুই মামলায় গ্রেপ্তার
  • ময়মনসিংহ বোর্ডে চার বছরে সর্বনিম্ন পাস, ১৫ কলেজে শতভাগ ফেল
  • ময়মনসিংহে কমেছে জিপিএ-৫ ও পাসের হার
  • স্বীকৃতির ১০ বছর পর ময়মনসিংহ জাতীয় ক্রিকেট লিগে