এমএলএস-এ একের পর এক রেকর্ড গড়েই চলেছেন লিওনেল মেসি। আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে জোড়া গোল করে টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার সেই রেকর্ডকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

বাংলাদেশ সময় রোববার সকালে ফোর্ট লডারডেলে ন্যাশভিল এসসির বিপক্ষে ২-১ গোলের জয়ে মেসি করলেন আরও একটি জোড়া গোল। ফলে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।

ম্যাচের ১৭ মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে আলো ছড়ান বিশ্বকাপজয়ী এই তারকা। ডিফেন্ডারদের প্রতিরক্ষা দেয়াল ভেদ করে নিখুঁত শটে বল পাঠান জালে। 

প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে মিয়ামি। তবে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে হানি মুখতার হেড থেকে ন্যাশভিলকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৬২ মিনিটে আবারও সামনে আসেন মেসি। উইলিসের এক বড় ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে মেসি সহজেই জালে পাঠান। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জয়ে এমএলএসে চলতি মৌসুমে ১৬ গোলের মালিক হলেন লিওনেল মেসি। ন্যাশভিল ফরোয়ার্ড সাম স্যারিজের সঙ্গে যৌথভাবে এখন সর্বোচ্চ গোলদাতার আসনে তিনি।

ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে এমএলএসে এটি ছিল ইন্টার মায়ামির তৃতীয় ম্যাচ। শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে, তবে তিন ম্যাচ হাতে রয়েছে তাদের।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম য় ম

এছাড়াও পড়ুন:

টানা ৫ ম্যাচে মেসির জোড়া গোল, ফ্রি কিকে নতুন উচ্চতায়

আরও একবার!

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির ম্যাচের স্কোরলাইনে নিয়মিত চোখ রাখলে এমন বিস্ময় লাগতে পারে যে কারওরই। লিগে আগের চার ম্যাচের ধারাবাহিকতায় আজও জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এবার তাঁর জোড়া গোলের ভুক্তভোগী ন্যাশভিল। ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির টানা পঞ্চম জোড়া গোলের ম্যাচে ইন্টার মায়ামি ম্যাচ জিতেছে ২-১ গোলে।

আজকের আগে মেসি জোড়া গোল করেছিলেন মন্ট্রিয়ল, কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে। টানা চার এমএলএসেই কারও জোড়া গোল ছিল না। মেসি নিজের রেকর্ডটাই আজ আরও উচ্চতায় তুলেছেন। তবে ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকার আজকের কীর্তি শুধু জোড়া গোলে নয়, ফ্রি কিকেও।

ম্যাচে মেসির দুটি গোল দুই অর্ধে। এর মধ্যে ৬২তম মিনিটের গোলটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার। ন্যাশভিল গোলকিপার জো উইলিস এক সতীর্থের ব্যাক পাস থেকে বল পাওয়ার পর তালগোল পাকিয়ে বল তুলে দেন কাছেই দাঁড়িয়ে থাকা মেসির পায়ে। এমন সুযোগ কি তিনি মিস করেন। সহজেই জড়িয়েছেন জালে।

তবে এর আগে ম্যাচের প্রথমার্ধে ১৭তম মিনিটের গোলটি ছিল দুর্দান্ত। ফাউলের শিকার হয়ে ফ্রি কিক পেয়েছিলেন মেসি। সেটা কাজে লাগিয়েছেন মানবদেয়ালের মাঝ দিয়ে নিচু শটে গোলকিপারের কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে। যেন মেসির সেট-পিস সাফল্যের আরেকটি ‘হাইলাইটস’।

এই গোলের মাধ্যমে ফ্রি কিকে নতুন উচ্চতায় উঠেছেন মেসি। সাবেক বার্সেলোনা তারকা এখন ফ্রি কিক থেকে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক। ৬৯ ফ্রি কিক গোল নিয়ে মেসি পেছনে ফেলেছেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮)। তাঁর সামনে শুধু জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

আজকের ম্যাচে মেসির জোড়া গোলের বিপরীতে ন্যাশভিল একটি গোল শোধ করে ৪৯তম মিনিটে, হ্যানি মুখতারের সৌজন্যে। লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে আছে। ৩ ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে ন্যাশভিল। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মেসি এখন প্রতি ৩ দিনে রেকর্ড ভাঙে’
  • আবারো জোড়া গোল আর এমএলএসে মেসির নতুন রেকর্ড
  • টানা ৫ ম্যাচে মেসির জোড়া গোল, ফ্রি কিকে নতুন উচ্চতায়