টানা পাঁচ ম্যাচে জোড়া গোল, মেসির জাদুতেই মায়ামির জয়
Published: 13th, July 2025 GMT
এমএলএস-এ একের পর এক রেকর্ড গড়েই চলেছেন লিওনেল মেসি। আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে জোড়া গোল করে টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার সেই রেকর্ডকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়।
বাংলাদেশ সময় রোববার সকালে ফোর্ট লডারডেলে ন্যাশভিল এসসির বিপক্ষে ২-১ গোলের জয়ে মেসি করলেন আরও একটি জোড়া গোল। ফলে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল কীর্তি গড়লেন আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
ম্যাচের ১৭ মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে আলো ছড়ান বিশ্বকাপজয়ী এই তারকা। ডিফেন্ডারদের প্রতিরক্ষা দেয়াল ভেদ করে নিখুঁত শটে বল পাঠান জালে।
প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য দেখিয়েছে মিয়ামি। তবে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে হানি মুখতার হেড থেকে ন্যাশভিলকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৬২ মিনিটে আবারও সামনে আসেন মেসি। উইলিসের এক বড় ভুলের সুযোগ নিয়ে বল পেয়ে মেসি সহজেই জালে পাঠান। এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
এই জয়ে এমএলএসে চলতি মৌসুমে ১৬ গোলের মালিক হলেন লিওনেল মেসি। ন্যাশভিল ফরোয়ার্ড সাম স্যারিজের সঙ্গে যৌথভাবে এখন সর্বোচ্চ গোলদাতার আসনে তিনি।
ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে এমএলএসে এটি ছিল ইন্টার মায়ামির তৃতীয় ম্যাচ। শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে, তবে তিন ম্যাচ হাতে রয়েছে তাদের।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম য় ম
এছাড়াও পড়ুন:
মেসি করলেন হ্যাটট্রিক, বড় জয়ে মৌসুম শেষ মায়ামির
মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আজ জিওডিস পার্কে ন্যাশভিলের বিপক্ষে ৩ গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন তারকা। মেসির এমন নৈপুণ্যের ম্যাচে ন্যাশভিলকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
হ্যাটট্রিকের মাধ্যমে মেসি ২০২৫ এমএলএস গোল্ডেন বুট পুরস্কারও নিশ্চিত করেছেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লিগটিতে যোগ দেওয়ার পর এবারই প্রথম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠছে তাঁর হাতে। ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্কার গোল ২৪টি।
২০২৪ এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ দিনে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। আরেকটি মৌসুমের শেষ দিনে এবারের হ্যাটট্রিকের শুরুটা হয়েছে ৩৫তম মিনিটে। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে ন্যাশভিলের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মুখ থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি।
এর আট মিনিট পরই ন্যাশভিলকে সমতা এনে দেন স্যাম সারিজ। এমনকি প্রথমার্ধের যোগ করা ষষ্ঠ মিনিটে জ্যাকবল শাফেলবার্গ ন্যাশভিলকে ২-১ ব্যবধানে এগিয়েও দেন।
বিরতির পর ৬৩তম মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন।
এরপর ৬৭ মিনিটে মায়ামির পক্ষে ব্যবধান ৩-২ করেন বাল্টাসার রদ্রিগেজ। ৮১তম মিনিটে আসে মেসির হ্যাটট্রিকের মুহূর্ত। বাঁ পায়ের শটে বক্সের মাঝ থেকে বল জালে পাঠিয়ে এমএলএসে দ্বিতীয় হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি।
ম্যাচের যোগ করা সময়ে তালেসকো সেগোভিয়ার গোলে মায়ামি ব্যবধান ৫-২-এ উন্নীত করে। এই গোলে অ্যাসিস্ট করেন মেসি। সব মিলিয়ে মৌসুমে ২৯ গোলের সঙ্গে মেসির অ্যাসিস্ট সংখ্যা ১৯টি। এমএলএসের এক মৌসুমে মোট ৪৮ গোলে অবদান রেখে মেসি এখন দ্বিতীয়। ৪৯ গোলে অবদান নিয়ে শীর্ষে কার্লোস ভেলা।
এ দিকে মেসির হ্যাটট্রিকে বড় জয়ের ম্যাচে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় তিনে থেকে নিয়মিত মৌসুম শেষ করে মায়ামি। ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট দলটির। সমান পয়েন্ট দুইয়ে থাকা সিনসিনাটিরও। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। নিয়মিত মৌসুমে তৃতীয় হওয়ায় এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে আবার ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।