ইবির জুলাই বিপ্লব অনুষ্ঠানে উপেক্ষিত অন্য ধর্মগ্রন্থ পাঠ
Published: 6th, August 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি ও জুলাইয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে প্রশাসন। এতে পবিত কুরআন পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু করলেও উপেক্ষিত হয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ পাঠ।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইবি শিক্ষক-শিক্ষার্থীরা। তবে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড.
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে প্রশাসন।
আরো পড়ুন:
সামরিক বাহিনীতে থাকা ভারতীয় দালাল নিয়ে ক্রমাগত খবর প্রকাশ হচ্ছে: মাহমুদুর রহমান
দায়বদ্ধতা থেকে সাজিদের ভিসেরা রিপোর্ট দ্রুত নেওয়ার চেষ্টা করেছি: এআইজি আশরাফ
জানা যায়, জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রশাসনের আয়োজিত সভায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের বক্তব্য প্রদানের পর্ব ছিল। সভায় শুরুতে পবিত্র কুরআন পাঠের সাথে অন্য ধর্মাবলম্বী গ্রন্থ পাঠের ব্যবস্থা প্রশাসন না করায় এ সিদ্ধান্তকে নিন্দা জানান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সভাপতি নুর আলম সিদ্দিক।
এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হট্টগোল সৃষ্টি করেন একাংশ শিক্ষার্থী। পরে একাধিক শিক্ষকের অনুরোধ ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বক্তব্যে নুর আলম বলেন, “আমরা সবাই জানি ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুধু মুসলিম শিক্ষার্থীরা পড়াশোনা করে না। এখানে আমাদের সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন ধর্মের সহপাঠীরা আছে। কিন্তু আজ আমরা দেখলাম এ অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করা হলেও বাকী ধর্মগ্রন্থ উইন্ড্রো করা হয়েছে। বৈষম্যহীন সমাজে এ বৈষম্যমূলক সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আপনারা এ বৈষম্যহীন সমাজে আজ সবচেয়ে বড় বৈষম্য করলেন। আপনাদের এর জন্য উপযুক্ত জবাব দিতে হবে।”
এদিকে অনুষ্ঠান শেষে এ ঘটনা নিয়ে ফেসবুকে চলে নানা আলোচনা-সমালোচনা। শিক্ষার্থী নুর আলমের বক্তব্যকে সমর্থন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নুর আলমকে ভুয়া বলে সম্বোধনকারী শিক্ষার্থীদের তীব্র নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “ওই অনুষ্ঠানে যে ঘটনা ঘটেছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। যে বা যারা এ কাজ করেছে, তারা হয়তো না বুঝে করেছে। তাদের আরো ম্যাচিউরিটির পরিচয় দেওয়া উচিত ছিল। আমাদের সব ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সবার মত প্রকাশের অধিকার আছে, এটাকে আমাদের সম্মান করতে হবে। আর প্রশাসনের এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল।”
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমাদের প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। এ পরিস্থিতিতে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার কাজটি ঠিক হয়নি। আমি মনে করি, যে বা যারা এটি করেছে, তারা হয়তো না বুঝে করেছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “আমি যতটুকু জানতে পেরেছি, যারা এ কাজ করেছে ওরা না বুঝে করেছে। তবে আমাদের আরো ধৈর্যশীল হতে হবে।”
এ বিষয়ে জানতে জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে কল দিলে তিনি রিসিভ করেননি।
নুর আলমের বক্তব্যের প্রতিক্রিয়া উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সব প্রোগ্রামই পূর্ণতা পায়, কিন্তু কিছু ত্রুটি থেকে যায়। ধর্মীয় গ্রন্থ পাঠের বিষয়ে অনুষ্ঠানে একটু মিস ম্যানেজমেন্ট হয়েছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
তিনি বলেন, “একজন বক্তা তার বক্তব্যে জানতে চেয়েছেন, কেনো পবিত্র কুরআন পাঠের সঙ্গে অন্যগ্রন্থ পাঠ করা হয়নি? আমি তার এ মনোভাবকে শ্রদ্ধা জানাই। তার প্রতি আমার কোনো বিরাগ নেই। আগামীতে আমাদের প্রোগ্রামগুলো যাতে সার্বজনীন চরিত্রে রুপান্তরিত হয়, তার প্রতি খেয়াল রাখব।”
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ রন থ প ঠ অন ষ ঠ ন ন র আলম উপলক ষ আম দ র প রক শ ক রআন
এছাড়াও পড়ুন:
৫ আগস্ট উপলক্ষে বিজয় র্যালি করবে বিএনপি
জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সব থানা-উপজেলায় বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
আগামীকাল বুধবার (৬ আগস্ট) বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের হবে।
একই দিন (বুধবার) দেশের সব জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের যথাসময়ে বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে।