শুধু ঘোষণা নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি: আবদুল মঈন খান
Published: 6th, August 2025 GMT
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে বিএনপির বিজয় অর্জন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি নেতা–কর্মীদের নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু নির্বাচনের ঘোষণা নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে ছাত্র–জনতার ঐতিহাসিক গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মঈন খান এ কথাগুলো বলেন।
আবদুল মঈন খান বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার তাদের কাজ করছে, এখন আমাদের কাজ আমাদের করতে হবে। দেশের প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। আমরা চাই, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এখন বিএনপির নেতা–কর্মীদের কাজ হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে গঠন করা।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, ‘শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার পুনর্বাসনের বিষয়ে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে। জুলাইয়ের গণ–অভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের একটি সুস্পষ্ট বার্তা। সেই ইতিহাস এখন আমাদের নতুন প্রেরণা জোগায় গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান লড়াইয়ে।’
আবদুল মঈন খান বলেন, ‘দলের অসংখ্য নেতা–কর্মী নির্ভীকভাবে জীবন উৎসর্গ করেছেন। তাঁদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও দেশের প্রতি অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।’ এ সময় তিনি সিলেট জেলা ও মহানগর বিএনপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রশংসা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ ল মঈন খ ন র ব এনপ র ব এনপ র স আবদ ল ম আম দ র
এছাড়াও পড়ুন:
রমেক ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ডের সময় ড্যাব নেতা আটক
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ার্টারে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক নেতাকে স্থানীয়রা আটক করে পুলিশ দিয়েছে। তিনি ড্যাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে অপ্রীতিকর অবস্থায় এক নারীসহ রমেকের আইসিইউ ইউনিটের ইনচার্জ চিকিৎসক এবিএম মারুফুল হাসান আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ব্যবহৃত কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন ডা. মারুফ। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন বিষয়টি নজরে এনে কোয়ার্টারে গিয়ে তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন।
আরো পড়ুন:
কাঙ্ক্ষিত বাজেট চেয়ে বেরোবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
চার দাবিতে মানববন্ধনে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা
খবর পেয়ে ঘটনাস্থলে যান রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি উপস্থিত থেকে বিস্তারিত খোঁজখবর নেন এবং পরে দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, “যেহেতু একটা ঘটনা ঘটেছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশে দিয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে।”
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম বলেন, “এমন একটি ঘটনার কথা শুনে আমরা হতবাক। পুলিশ আইনগত বিষয়টি দেখছে। তবে কেনো তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত হলেন, সে বিষয়ে কলেজে কর্তৃপক্ষের সমন্বয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আমিরুল/মেহেদী