পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
Published: 5th, November 2025 GMT
পদ ছেড়ে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, 'আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। যখন সময় আসবে তখন করব।'
আপনার পর কে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মো.
গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আস দ জ জ ম ন ভ ট করব
এছাড়াও পড়ুন:
অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে নির্বাচনের ঘোষণা আসাদুজ্জামানের
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে নির্বাচনে অংশ নিবেন।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে তিনি এ কথা জানান।
আরো পড়ুন:
টাঙ্গাইল-৩: প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির বিক্ষোভ
জোট গঠন করবে না জামায়াত: শফিকুর রহমান
অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, “আমি এখনো অ্যাটর্নি জেনারেল আছি। তবে আমি জাতীয় নির্বাচনে ভোট করব, যখন সময় হবে বিস্তারিত জানাব।”
পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ যাকে মনে করবে তিনি হবেন অ্যাটর্নি জেনারেল।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “ঝিনাইদহ-১ থেকে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী মনোনয়ন পাব। যখন সময় হবে তখন পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করব।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।”
অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ