সমালোচনা থাকবেই, এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না: দীঘি
Published: 22nd, October 2025 GMT
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের জনপ্রিয় মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে আলো ছড়ানো এই অভিনেত্রী এখন পুরোদস্তুর নায়িকা।
চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমা। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন দীঘি। সেই সাফল্যের পরই শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং।
আরো পড়ুন:
বিচ্ছেদের গুঞ্জন উড়ালেন পূর্ণিমা
স্টার সিনেপ্লেক্সে নতুন জাপানি সিনেমা
সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির চিত্রায়ণ, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশে ধারণ করা হবে কিছু অংশ। সিনেমাটিতে দীঘির সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ।
এমন ব্যস্ততার মধ্যেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত মানসিকতা নিয়ে খোলামেলা কথা বলেন দীঘি। তার ভাষায়, “প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি—অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।”
নায়িকা হিসেবে পর্দায় পা রাখার পর নানা সমালোচনার মুখে পড়লেও সেটাকেই প্রেরণা হিসেবে দেখেন দীঘি। তার মতে, সমালোচনা তাকে আরো দৃঢ় করেছে এবং শিল্পী হিসেবে বেড়ে ওঠার পথে ইতিবাচক ভূমিকা রেখেছে।
অভিনয় এখন দীঘির জীবনের সবচেয়ে বড় ভালোবাসা—আর সমালোচনার ভেতর দিয়েই তিনি খুঁজে পান নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার শক্তি।
‘বিদায়’ সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তিনি। ‘বিদায়’ চলচ্চিত্রটি প্রযোজনা করছেন শাহরিন আক্তার।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ধামরাইয়ে অটো রাইস মিলে জরিমানা
ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় একটি কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আইঙ্গন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
আরো পড়ুন:
ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
মুন্সীগঞ্জে ইলিশ কেনাবেচার অপরাধে ১২ জনের কারাদণ্ড
অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। এ সময় সুষম অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এ জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, “পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ধামরাই উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।
ঢাকা/আরিফুল/মেহেদী