দেশে দেশে ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর
Published: 7th, August 2025 GMT
বিশ্বজুড়ে নতুন বাণিজ্য উত্তেজনার সূচনা হলো আজ থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর নতুন করে যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, সেটি আজ থেকে কার্যকর হচ্ছে।
হোয়াইট হাউস বলছে, এসব শুল্কের উদ্দেশ্য হলো আমেরিকার অর্থনীতি ও শিল্পখাতকে সুরক্ষা দেওয়া এবং ‘অন্যায় বাণিজ্যিক আচরণে’ জড়িত দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
ট্রাম্প বুধবার (৬ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “এখন মধ্যরাত! বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আমেরিকায় ঢুকছে!”
আরো পড়ুন:
‘আলোকিত স্বার্থবোধের’ ভিত্তিতে পররাষ্ট্রনীতি নিয়েছি আমরা: তৌহিদ হোসেন
মার্কিন শুল্কারোপ: যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস না করার ঘোষণা মোদির
বাংলাদেশের পণ্যে বাড়তি শুল্ক
শেষ মুহূর্তে আলোচনার পর বাংলাদেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে আগের গড় শুল্ক (১৬.
ভারতের ওপর চাপে যুক্তরাষ্ট্র
ভারতের ওপর শুল্ক আরো বাড়িয়ে মোট ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন চায়, ভারত যেন রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করে। ভারত এই সিদ্ধান্তকে ‘অন্যায়, অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছে। নতুন শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
প্রযুক্তিপণ্য ও সেমিকন্ডাক্টর টার্গেট
বিদেশে তৈরি সেমিকন্ডাক্টরের ওপর ১০০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে অ্যাপল, টিএসএমসি ও স্যামসাংয়ের মতো যেসব কোম্পানি আমেরিকায় বড় বিনিয়োগ করেছে, তারা এই শুল্ক থেকে ছাড় পাবে। অ্যাপল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
দক্ষিণ-পূর্ব এশিয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত
লাওস ও মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীনের সঙ্গে যেসব দেশের বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ, সেগুলোকেই টার্গেট করা হচ্ছে।
কানাডা, ইউরোপ ও অন্য দেশের অবস্থা
কানাডার ওপর শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হলেও পুরোনো চুক্তির কারণে অনেক পণ্যই শুল্কের বাইরে থাকবে। মেক্সিকোর ওপর বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাপান আগেই চুক্তির মাধ্যমে শুল্ক কমিয়ে নিয়েছে।
চীন-আমেরিকা আলোচনা চালাচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্র বর্তমানে আলোচনায় ব্যস্ত, যাতে ১২ আগস্ট শেষ হতে যাওয়া ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা বাড়ানো যায়।
বিশ্বব্যাপী ব্যবসা ও বাণিজ্যে এই শুল্ক পরিবর্তনের ফলে নতুন চাপ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী দিনগুলোতে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে কতটা পড়বে, তা গভীর নজরদারিতে রয়েছে।
ঢাকা/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র আম র ক র ওপর
এছাড়াও পড়ুন:
‘সরকারের দ্বিতীয় পর্ব শুরু, প্রধান কাজ ভালো নির্বাচন’
অন্তর্বর্তী সরকার মনে করছে, তাদের প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা ভালো একটি নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।
আরো পড়ুন:
‘আলোকিত স্বার্থবোধের’ ভিত্তিতে পররাষ্ট্রনীতি নিয়েছি আমরা: তৌহিদ হোসেন
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণ ভাষণ
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ের কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সংস্কার ও বিচারের কাজও চলতে থাকবে।”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এর মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। এর মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে।”
“তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন দ্বিতীয় অধ্যারয়ে প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা,” বলেন শফিকুল আলম।
এর বাইরে সংস্কার ও বিচারক কাজও গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেন জানান প্রেস সচিব।
ঢাকা/আসাদ/সাইফ