সিলেটে ‘জয় বাংলা স্লোগান দিয়ে’ ফুটসাল টুর্নামেন্টে হামলা, গ্রেপ্তার ৮
Published: 7th, August 2025 GMT
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টে’ হামলার ঘটনায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদ বাদী হয়ে শাহ পরান থানায় মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় আজ বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত বুধবার সন্ধ্যায় নগরের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুর্নামেন্ট চলাকালে মাঠে হামলা চালান। তাঁদের দাবি, স্থানীয় ছাত্রলীগ কর্মী মামুনের নেতৃত্বে পরিকল্পিত এ হামলা হয়।
শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের মধ্যে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তি শিক্ষার্থীদের কাছে স্বীকার করেছেন, ছাত্রলীগ নেতা-কর্মীদের নির্দেশেই তিনি হামলায় অংশ নিয়েছিলেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা স্লোগান দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে টুর্নামেন্টটি আয়োজন করে, যা শুরু হয় গত মঙ্গলবার থেকে। বালুচরের একটি ব্যক্তিমালিকানাধীন মাঠে খেলা চলাকালে গতকাল সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। আহতদের মধ্যে ১১ জন শিক্ষার্থী ও একজন স্থানীয় বাসিন্দা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কল জ র
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আড়াইহাজার উপজেলার প্রশাসনের আয়োজনে ও রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমানের সার্বিক তত্বাবধানে এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের (এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত) সংবর্ধনা প্রদান ও বৃক্ষরোপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউর হক মিলন।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক হাবিবুর রহমান রনির সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, উম্মে রুমান মাহিয়ান প্রমুখ।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননাসহ ক্রেস্ট তোলে দেন বিদ্যালয় উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন এবং অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিনির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন বলেন, “তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি গোটা জাতির জন্য গর্বের। তোমরা আগামী দিনের নেতৃত্ব দেবে এমন প্রত্যাশায় আমরা তোমাদের পাশে আছি।”
তিনি আরও বলেন,”আড়াইহাজারে রেনেসাঁ ফাউন্ডেশন এর এই সম্মাননা অনুষ্ঠান সারাদেশের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক। মেধা ও পরিশ্রমের সঠিক সংমিশ্রণেই তৈরি হয় আলোকিত ভবিষ্যৎ।”
এই সংবর্ধনা আগামীতে আরো ভালো ফল করার পাথেয় হিসেবে কাজ করবে বলে মনে করেন সম্মাননা পাওয়া শিক্ষার্থী ও অভিভাকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন সরদার,বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক সভাপতি শামীম হোসেন,ঢাকা পোস্টের সোনারগাঁ প্রতিনিধি মীমরাজ হোসেন, নয়া শতাব্দীর সোনারগাঁ প্রতিনিধি ফয়সাল আহমেদ প্রমুখ।
ঢাকা পোস্ট এর সোনারগাঁ প্রতিনিধি মীমরাজ হোসেন রাহুল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "জীবনে ভালো মানুষ হওয়া খুব জরুরি। ভালো ফলাফল করার পাশাপাশি তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে ভালো বই বেশি বেশি পড়তে হবে।
বই মানুষকে আলোর পথে নিয়ে যায়। তোমরা আলোর পথের যাত্রী। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে দেশ ও জাতি।"
অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বলেন, "তোমরা সবাই প্রতিভাবান। তবে প্রতিভা থাকলেই চলবে না, প্রতিভাকে লালন করতে হয়। চর্চা করতে হয়।
লোহা বা ইস্পাতের কোনো জিনিস দীর্ঘ দিন ফেলে রাখলে মরিচা ধরে যায়, মেধাকেও শাণ দিতে হয়। তোমরা আমাদের গর্ব। পড়ালেখা করে তোমরা ভালো মানুষ হবে, দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে এবং সমাজকে আলোকিত করবে।"
প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।