গার্ডিয়ানের ইন্স্যুরেন্সের আওতায় এখন পারফেট্টি ভ্যান মেলের কর্মীর
Published: 7th, August 2025 GMT
পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় করপোরেট গ্রুপ ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর ফলে, পারফেট্টি ভ্যান মেলের কর্মীরা গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুবিধার আওতায় আসবেন।
এই পার্টনারশিপের ফলে এখন থেকে পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সব কর্মী ও তাদের পরিবারের সদস্যরা লাইফ ইন্স্যুরেন্স ও চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন।
সম্প্রতি ঢাকায় পারফেট্টি ভ্যান মেলের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এসএভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস, এসএভিপি ও ডেপুটি হেড (গ্রুপ ইন্স্যুরেন্স) ইফতেখার আহমেদ, এসএভিপি ও বিজনেস লিড (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ, এসএভিপি ও হেড অব সার্ভিস (গ্রুপ ইন্স্যুরেন্স) জিনাত ফেরদৌসী, এসএভিপি ও টিম লিডার (গ্রুপ সার্ভিস) মাসুদুর রহমান মজুমদার; কি অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক এবং বিজনেস রিলেশনশিপ ম্যানেজার, (গ্রুপ ইন্স্যুরেন্স) সোহানুর রহমান।
পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কাপুর, ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস) মোহাম্মদ সাব্বির জাহাঙ্গীর, ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওডি অ্যান্ড এইচআরবিপি সিনিয়র ম্যানেজার অনিন্দিতা তৃষা, সি অ্যান্ড বি ও এইচআর সার্ভিসেসের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ জাইদ বিন আতাউর, ওডি অ্যান্ড এইচআর সার্ভিসেসের সিনিয়র এক্সিকিউটিভ আহনাফ তাহামিদ।
অনুষ্ঠানে গার্ডিয়ানের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, “প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারের জন্য একটি ইন্স্যুরেন্স কভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্স মানুষকে নিরাপত্তাবোধ ও মানসিক প্রশান্তি দেয়, যা কর্মীদের অফিসের কাজ ও ব্যক্তিগত উন্নয়নে মনোনিবেশ করতে ভূমিকা রাখে।”
তিনি আরো বলেন, “পারফেট্টি ভ্যান মেলের সাথে এই পার্টনারশিপে আমরা অত্যন্ত আনন্দিত। সেই সাথে তাদের কর্মীদের জন্য আমাদের ইন্স্যুরেন্স সেবা প্রদান করতে পেরে আমরা গর্বিত। দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সহযোগিতা পূর্ণ পদক্ষেপই প্রমাণ করে গার্ডিয়ান সব সময় কর্পোরেট প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ইন স য র ন স ইন স য র ন স স র কর ম
এছাড়াও পড়ুন:
বিদ্যুৎ কোম্পানির সংশোধিত চাকরির বিজ্ঞপ্তি, ১১৮ পদের জন্য করুন আবেদন
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। ১৩টি পদে মোট ১১৮ জন নিয়োগ পাবেন ওজোপাডিকোয়।
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। পদগুলোর জন্য আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম এ সংখ্যা—১. ব্যবস্থাপক (এইচআর)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৭৯,০০০ টাকা
২. ব্যবস্থাপক (হিসাব/অর্থ)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৭৯,০০০ টাকা
৩. উপব্যবস্থাপক (হিসাব/অর্থ)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৬১,০০০ টাকা
৪. সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৩৫
বেতন স্কেল: ৫১,০০০ টাকা
৫. সহকারী ব্যবস্থাপক (এইচআর)
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৫১,০০০ টাকা
৬. সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ)
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৫১,০০০ টাকা
৭. উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ২২
বেতন স্কেল: ৩৯,০০০ টাকা