গার্ডিয়ানের ইন্স্যুরেন্সের আওতায় এখন পারফেট্টি ভ্যান মেলের কর্মীর
Published: 7th, August 2025 GMT
পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় করপোরেট গ্রুপ ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর ফলে, পারফেট্টি ভ্যান মেলের কর্মীরা গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুবিধার আওতায় আসবেন।
এই পার্টনারশিপের ফলে এখন থেকে পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সব কর্মী ও তাদের পরিবারের সদস্যরা লাইফ ইন্স্যুরেন্স ও চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন।
সম্প্রতি ঢাকায় পারফেট্টি ভ্যান মেলের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এসএভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস, এসএভিপি ও ডেপুটি হেড (গ্রুপ ইন্স্যুরেন্স) ইফতেখার আহমেদ, এসএভিপি ও বিজনেস লিড (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ, এসএভিপি ও হেড অব সার্ভিস (গ্রুপ ইন্স্যুরেন্স) জিনাত ফেরদৌসী, এসএভিপি ও টিম লিডার (গ্রুপ সার্ভিস) মাসুদুর রহমান মজুমদার; কি অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক এবং বিজনেস রিলেশনশিপ ম্যানেজার, (গ্রুপ ইন্স্যুরেন্স) সোহানুর রহমান।
পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কাপুর, ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস) মোহাম্মদ সাব্বির জাহাঙ্গীর, ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওডি অ্যান্ড এইচআরবিপি সিনিয়র ম্যানেজার অনিন্দিতা তৃষা, সি অ্যান্ড বি ও এইচআর সার্ভিসেসের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ জাইদ বিন আতাউর, ওডি অ্যান্ড এইচআর সার্ভিসেসের সিনিয়র এক্সিকিউটিভ আহনাফ তাহামিদ।
অনুষ্ঠানে গার্ডিয়ানের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, “প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারের জন্য একটি ইন্স্যুরেন্স কভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্স মানুষকে নিরাপত্তাবোধ ও মানসিক প্রশান্তি দেয়, যা কর্মীদের অফিসের কাজ ও ব্যক্তিগত উন্নয়নে মনোনিবেশ করতে ভূমিকা রাখে।”
তিনি আরো বলেন, “পারফেট্টি ভ্যান মেলের সাথে এই পার্টনারশিপে আমরা অত্যন্ত আনন্দিত। সেই সাথে তাদের কর্মীদের জন্য আমাদের ইন্স্যুরেন্স সেবা প্রদান করতে পেরে আমরা গর্বিত। দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সহযোগিতা পূর্ণ পদক্ষেপই প্রমাণ করে গার্ডিয়ান সব সময় কর্পোরেট প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ইন স য র ন স ইন স য র ন স স র কর ম
এছাড়াও পড়ুন:
‘সবাই সাবধান, শহরে নাগিন আজমেরী হক এসেছে’
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যত্থানের মুখে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আন্দোলনের শুরু থেকে জোরোলো ভূমিকা পালন করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো ফেসবুকে, কখনো দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে রাজপথে দাঁড়িয়েছেন এই শিল্পী।
চব্বিশের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে তৈরি হওয়া মতপার্থক্য এখনো দূর হয়নি। ফলে বাঁধনকে নানাভাবে নানাজন কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন। এ ধারা এখনো অব্যাহত রয়েছে। অন্তত, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে পরিষ্কার বোঝা যায়। এবার বাঁধন জানালেন, গালি হিসেবে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘নাগিন’ শব্দটি।
আরো পড়ুন:
গায়ক জুবিনের প্রেম জীবন
‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন শিমুল খান
সোমবার (২৩ সেপ্টেম্বর) বাঁধন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেত্রী বলেন, “আমি এখন জীবনের দুর্দান্ত সময় পার করছি (বিস্তারিত পরে বলব)। এরই মাঝে আমার ‘গালি’ সংগ্রহে নতুন এক সংযোজন হয়েছে, তা হলো— ‘নাগিন’।”
খানিকটা ব্যাখ্যা করে বাঁধন বলেন, “মানুষ আমাকে অনেক কিছুই বলেছেন। কিন্তু এই নামটা একদম নতুন, স্টাইলিশ…। সত্যি বলতে, এটি আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই সবাই সাবধান—শহরে নাগিন আজমেরী হক এসেছে।”
বাঁধনের এই স্যাটায়ার পোস্ট নিয়ে নেটিজেনদের অনেকে রসিকতা করছেন। কেউ কেউ মানসিক সমর্থন জানিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।
লাক্স তারকা থেকে রুপালি পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউডে দেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার এই চলার পথ মোটেও মসৃণ ছিল না। কারণ পেশাগত নানা সংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সংগ্রামটা একাই করতে হয়েছে তাকে।
ঢাকা/শান্ত