গার্ডনার-সাদারল্যান্ডের ব্যাটে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়
Published: 22nd, October 2025 GMT
নারীদের ওয়ানডে বিশ্বকাপে আরও একটি দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া দল। আজ বুধবার (২২ অক্টোবর) রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের মেয়েদের তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।
ইন্দোরে ইংল্যান্ডের মেয়েরা আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৪ রান করে ৫০ ওভারে। জবাবে সাদারল্যান্ড ও গার্ডনারের ব্যাটিং দৃঢ়তায় ৪০.
আরো পড়ুন:
রাবাদার ব্যাটে ইতিহাস: ১১ নম্বরে ভাঙলেন ১১৯ বছরের পুরনো রেকর্ড
আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে জিম্বাবুয়ের বিরল জয়
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ফোবি লিচফিল্ড ১ রানে ফেরেন সাজঘরে। তৃতীয় ওভারে গিয়ে জর্জিয়া ভোলের উইকেটও হারায় তারা। ৬ রানের বেশি করতে পারেননি এই উদ্বোধনী ব্যাটার। ২৪ রানের মাথায় এলিসা পেরিও ফিরেন। আজ তিনি ৩ চারে ১৩ রানের বেশি করতে পারেননি। ৬৮ রানের মাথায় বেথ মুনি আউট হন ব্যক্তিগত ২০ রানে। তাতে মনে হচ্ছিল ম্যাচটি কঠিন হয়ে যাবে অস্ট্রেলিয়ার মেয়েদের জন্য। কিন্তু না।
সেখান থেকে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলে গার্ডনার পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। গার্ডনার ৭৩ বলে ১৬ চারে ১০৪ রান করে অপরাজিত থাকেন। আর সাদারল্যান্ড ৯টি চার ও ১ ছক্কায় ১১২ রানে অপরাজিত থাকেন ৯৮ রানে।
ইংল্যান্ডের লিন্ডসে স্মিথ ৮ ওভারে ৪৩ রানে ২টি উইকেট নেন।
তার আগে ইংল্যান্ডের ইনিংসে ট্যাম বেউমন্ড ১০টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান করেন। অ্যালিস ক্যাপসি ৫ চারে করেন ৩৮ রান। এছাড়া চার্লি ডিন ২৬, সোফিয়া ২২, হেদার নাইট ২০ ও অ্যামি জোনস করেন ১৮ রান।
অস্ট্রেলিয়ার সাদারল্যান্ড ১০ ওভারে ১ মেডেনসহ ৬০ রানে নেন ৩টি উইকেট। সোফি মলিনেয়াক্স ১০ ওভারে ৫২ রানে নেন ২টি উইকেট। আর গার্ডনার ৯ ওভারে ৩৯ রানে নেন ২টি। বোলিংয়ে সর্বোচ্চ ৩ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন সাদারল্যান্ড।
এই জয়ে ৬ ম্যাচের টানা পাঁচটি জিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তৃতীয় স্থানে। ১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দুইয়ে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র ডন র উইক ট
এছাড়াও পড়ুন:
বিজিবিতে দুই হাজারের বেশি পদ সৃষ্টি
সীমান্ত পাহারায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাঠামোগত উন্নয়নের জন্য বাহিনীটির বিভিন্ন পর্যায়ে ২ হাজার ২৫৮টি পদ সৃষ্টি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, বিজিবির সাংগঠনিক কাঠামোতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ভুরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরের ৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়নে ২ হাজার ২২৬টি পদ এবং বর্ডার গার্ড হাসপাতাল, গুইমারায় ৩২টি পদ মিলিয়ে মোট ২ হাজার ২৫৮টি পদ সৃজন করা হয়েছে।
মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, সম্প্রসারিত অর্গানোগ্রামের অধীন বিজিবিতে ৩ জন নতুন পরিচালক, ৯ জন অতিরিক্ত পরিচালক এবং ৯ জন উপপরিচালক নিয়োগ করা হবে। তাঁদের সশস্ত্র বাহিনী থেকে ডেপুটেশনে আধাসামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হবে, যেখানে যথাক্রমে লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেনের সমতুল্য তিনটি পদ অফিসারদের জন্য নির্ধারিত থাকবে।
সংশোধিত কাঠামোতে পরিদর্শক পদমর্যাদার তিনজন পুলিশ কর্মকর্তাকে ডেপুটেশনে নিয়োগ করা হবে আধাসামরিক বাহিনীটিতে। অন্যদের বিজিবি নিয়োগ বিধিমালা অনুসারে নিয়োগ করা হবে।
তাঁদের মধ্যে তিনজন সুবেদার মেজর (সকল শ্রেণি), ৫৭ জন নায়েব সুবেদার (সকল বিভাগ), ২৪০ জন হাবিলদার (সকল শ্রেণি), ২৮৫ জন নায়েক (সকল শ্রেণি), ১৫ জন ল্যান্স নায়েক (অফিস সহকারী), ৩২৭ জন ল্যান্স নায়েক (সকল শ্রেণি), ১৫ জন সৈনিক (অফিস সহকারী) এবং ১ হাজার ২২১ জন সৈনিক বা সিপাহি (সকল শ্রেণি)।
এ ছাড়া কয়েকটি বিভাগে বেসামরিক কর্মীও নিয়োগ করবে বিজিবি। এর মধ্যে তিনজন ইমাম, তিনজন হিসাবরক্ষক, তিনজন উচ্চ বিভাগের কেরানি, তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, তিনজন ধাত্রী ও তিনজন অফিস সহযোগীর পদ রয়েছে।
এ ছাড়া বিজিবির গুইমারা হাসপাতালে জনবল বৃদ্ধি করা হবে নতুন এই নিয়োগের ফলে। সেখানে নতুন সৃষ্ট পদের মধ্যে রয়েছে ৭ জন হাবিলদার (সকল শ্রেণি), ৩ জন নায়েক (সকল শ্রেণি), ৬ জন ল্যান্স নায়েক (সকল শ্রেণি) এবং ১৪ জন সৈনিক (সকল শ্রেণি)।