গাইবান্ধায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২
Published: 12th, August 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মৌসুমি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুল ইসলাম বলেন, “দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলো ট্রাকটি। পথে মৌসুমি ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দুজনের লাশ পেয়েছি। নিহতদের পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে।”
ঢাকা/মাসুম/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ ব ন দগঞ জ
এছাড়াও পড়ুন:
মাসসেরা হওয়ার রেকর্ডও এখন শুবমান গিলের
ইংল্যান্ড সফরটা কী দুর্দান্তই না কেটেছে শুবমান গিলের। এক সিরিজে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া গিল সেই সিরিজের পারফরম্যান্স দিয়ে আইসিসির জুলাই মাসের মাসসেরা ক্রিকেটার হয়েছেন। চতুর্থবারের মতো মাসসেরা হয়ে নতুন রেকর্ডও গড়লেন ভারত অধিনায়ক। গিলই পুরুষ ক্রিকেটে প্রথম খেলোয়াড়, যিনি চারবার জিতলেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার।
জুলাইয়ে ইংল্যান্ড সফরে তিন টেস্টে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন গিল। এর আগে তিনি ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জিতেছিলেন এই পুরস্কার। নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুসও সমান চারবার করে মাসসেরা হয়েছেন।
এজবাস্টনে দ্বিতীয় টেস্টে গিলের জোড়া সেঞ্চুরি (২৬৯ ও ১৬১) সিরিজে ভারতকে ১-১ সমতায় ফেরায়। ওই ম্যাচে গিলের ৪৩০ রান টেস্ট ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে তাঁর দ্বিতীয় ইনিংসের ১০৩ রান ম্যাচ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অ্যান্ডারসন–টেন্ডুলকার সিরিজে চতুর্থ সেঞ্চুরির পর ভারত অধিনায়ক শুবমান গিল