প্রচারনার শেষ দিনে আইনজীবীদের দ্বারে দ্বারে সবুজ প্যানেলের প্রার্থীরা
Published: 26th, August 2025 GMT
নির্বাচনী প্রচারনার শেষ দিনে আইনজীবীদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেছেন ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত (সবুজ প্যানেল) হাফিজ মোল্লাহ-মাইনউদ্দিন প্যানেলের প্রার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বার ভবনের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আদালত পাড়া ও আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে পূণরায় বার ভবনের সামনে এসে শেষ করে।
এ সময় সভাপতি প্রার্থী এড.
পিপি ও জিপি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রাইভেট মামলা কম থাকে বা করতে পারেন না। আপনাদের যে সম্মানী সেটা বৃদ্ধির জন্য প্রয়োজনে সরকারের কাছে আবেদন করবো। যেহেতু আপনারা রাষ্ট্রীয় কাজে নিযুক্ত তাই যে প্যানেল আইনজীবীদের জন্য কাজ করবে আপনারা তাদেরকে ভোট দিবেন।
সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাঈন উদ্দিন মিয়া বলেন, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতায় থেকে একের পর এক ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। কিন্তু আমরা চাই নির্বাচনের শেষ পর্যন্ত শৃঙ্খলা রক্ষা করতে। তারা বারের অফিসকে নির্বাচনী কাজে ব্যবহার করছেন। বারের লাইব্রেরীতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মিটিং করে সাধারণ আইনজীবীদের হুমকি-ধমকি দিচ্ছেন। এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে একাধিকবার নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত দিয়েছি। আজকে আমরা পুলিশ সুপার বরাবর আরো একটি দরখাস্ত দিবো, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে চলাচল ও ভোট প্রদান করতে পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সবুজ প্যানেলের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি এড. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এড. আল-আমিন, কোষাধ্যক্ষ এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক এড. নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক এড. গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. মজিবুর রহমান, সমাজ সেবা সম্পাদক এড. নূর-ই-আলম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মাসুদুর রহমান, কার্যকরী সদস্য এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. তাওফিকুল ইসলাম, এড. সাইফুল ইসলাম সহ প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আইনজ ব দ র
এছাড়াও পড়ুন:
‘ই-পারিবারিক আদালত বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে’
ই-পারিবারিক আদালত বিচার ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই ডিজিটাল উদ্যোগ নারী ও শিশুদের জন্য বিশেষভাবে সহায়ক হবে এবং সময়, অর্থ ও যাতায়াতের ব্যয় কমাবে বলেও জানান তিনি।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ -সোহেল মিলনায়তনে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “ই-পারিবারিক আদালত বর্তমান সরকারের বিচার ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার একটি কার্যকর উদ্যোগ। বিচারপ্রার্থী জনগণ, বিচারক ও আইনজীবীদের জন্য ই-পারিবারিক আদালত অনেক বেশি সহায়ক হবে, এতে সময় অর্থ ও যাতায়াতের কষ্ট লাঘব হবে। ই-পারিবারিক আদালত নারী ও শিশুদের জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে।”
তিনি আরো বলেন, “ডিজিটালাইজেশন অনেক সুফল রয়েছে, পৃথিবীতে যেসকল দেশ ডিজিটালাইজেশন হয়েছে তারা তত বেশি সমৃদ্ধ হয়েছে। ই-পারিবারিক আদালত বিচার প্রার্থীদের ওয়ান স্টপ সার্ভিস প্রদান করবে।” ই-পারিবারিক আদালতের কার্যকার করতে আইনজীবীদের সহযোগিতার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। স্বাগত বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা।
ঢাকা/এএএম/ইভা