লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর থানা রোড এলাকায় ‘জয় ফার্মা’ ও এর পেছনের বাসভবনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ওষুধের দোকানের মালিক কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও কর্মচারী শ্রীধাম চন্দ্র বাছার। এ সময় ২৩ লিটার মদ জব্দ করা হয়।

কিশোর কুমার সাহা লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। শ্রীধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, কিশোর কুমার অবৈধভাবে থানা রোড এলাকায় মদ বিক্রি করতেন। তারা বাড়ির সামনেই ওষুধের দোকানে মদ বিক্রি করছিলেন। অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

অভিযোগ আছে, কিশোর কুমার সাহা লক্ষ্মীপুর শহরের প্রবেশমুখ উত্তর ত্রিমোহনী এলাকাতেও দীর্ঘদিন ধরে দেশি মদের দোকান পরিচালনা করছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ আছে। এ দোকানকে কেন্দ্র করে আশপাশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

স্থানীয় বাসিন্দারা দ্রুত মদের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা আশা করছেন।

ঢাকা/লিটন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর লক ষ ম প র মদ ব ক র

এছাড়াও পড়ুন:

মাসদাইরে মশক নিধনে বিএনপি নেতারা

ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় মশক নিধনে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা না গেলেও বিএনপি নেতারা মাঠে নেমেছেন। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশা মারার ওষধ দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় ইউনিয়ন পরিষদের মেম্বাররা থাকলেও তারা মশক নিধনে কোন রকম ভূমিকা রাখেনি। এতে করে মশার উৎপাত যেমন বেড়েছে তেমনি ঘরে ঘরে জ¦র, ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। 

ইতিমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। গতকাল মশক নিধনে বিএনপি নেতারা এগিয়ে আসায় স্থানীয়রা তাদের সাধুবাদ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকে মশক নিধন কর্মসূচী শুরু হয়। 

বেশ রাত পর্যন্ত এলাকার প্রধান সড়ক, শাখা রাস্তা, বিভিন্ন বাড়ির রাস্তা-গলি, জলাশয়ে ওষধ দেয়া হয়। 

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সহ সভাপতি রোজিনা মেম্বার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হক আলমগীর, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইয়াসিন আরাফাত সহ অনেকে ।
 

সম্পর্কিত নিবন্ধ