মাওলানা ফেরদাউসুর রহমানের নির্বাচনী প্রচারণায় র্যালি অনুষ্ঠিত
Published: 19th, September 2025 GMT
নারায়ণগঞ্জ-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে মাওলানা ফেরদাউসুর রহমানকে খেজুর গাছ প্রতীকে মনোনয়ন দেওয়ায় নারায়ণগঞ্জ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে শহরের খানপুর হাসপাতাল থেকে শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম এসে র্যালি শেষ করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, আজ দেশ গভীর সংকটে নিকুচিত হয়েছে।
দেশের মানুষ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু কিছু দল এবং বেশি-বিদেশি চক্রান্ত করে যাচ্ছে।
এই চক্রান্তকে প্রতিহত করে জনগণের আকাক্সক্ষা জমিয়ত প্রতিফলিত করবে এবং ঘোষণা দিচ্ছে আগামী সংসদ জাতীয় নির্বাচনে জোট যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে নারায়ণগঞ্জ ৫ আসনে আমি নির্বাচন করব।
তিনি আইন-শৃঙ্খলা বাহীনীকে উদ্দেশ্য করে আরো বলেন, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি ও ব্যবসা-বাণিজ্য ভালো নয়। নারায়ণগঞ্জের পরিস্থিতি ভালো নয়। তাই আমরা সামনে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করব এবং নারায়ণগঞ্জের জনগণের পাশে থাকব। আমি বিশ্বাস করি সাংবাদিক ও প্রশাসন আমাদের পাশে থাকবে।
র্যালিতে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দামি, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসেন, ফতুল্লা থানা সেক্রেটারি মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, রুহুল আমিন, শাহীন আলম, বাবুল আহম্মেদ সহ থানা, ইউনিয়ন ও বিভিন্ন নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
পটুয়াখালীতে সালিস বৈঠকে অংশ নিলে নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি
পটুয়াখালীতে স্থানীয় পর্যায়ে সালিস বৈঠকে অংশ নিলে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার রাতে ওই বিজ্ঞপ্তির কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির কিছু নেতা-কর্মী সালিস বৈঠকে অংশ নিয়ে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী ব্যক্তিরা এ বিষয়ে ফেসবুকে নানা মন্তব্য তুলে ধরে ক্ষোভ জানিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দলীয় শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপি এই বিজ্ঞপ্তি দেয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন প্রথম আলোকে বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। সংকটময় মুহূর্ত আসছে, তাই দলীয় নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় না জড়ান, তাই তাঁদের সতর্ক করা হয়েছে।’
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এই দলের প্রত্যেক কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামের অগ্রণী সৈনিক। তাই দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা-কর্মী স্থানীয় পর্যায়ে কোনো প্রকার সালিস, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট এবং মধ্যস্থতাকারী কার্যক্রমে অংশ নিতে পারবে না।
একই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে দলীয় নেতা-কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি এবং জনগণের পাশে থাকতে বলা হয়েছে। এ ছাড়া নেতা-কর্মীদের সদা হাস্যোজ্জ্বল, ভদ্র ও অমায়িক আচরণমুখী হতে বলা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।