‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’ হচ্ছে স্তরে স্তরে সুগন্ধি লাগানো। তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে এই ট্রেন্ড। আর স্তরে স্তরে সুগন্ধি লাগানো মানেই যে দুটি সুগন্ধি সরাসরি একটি আরেকটির ওপর স্প্রে করা, তা নয়। এটি গোসলের পর সুগন্ধি লোশন লাগানোর সাথে সাথেই শুরু হতে পারে। অথবা, আপনি একটি সুগন্ধি আপনার কব্জিতে এবং আরেকটি আপনার ঘাড়ে স্প্রে করতে পারেন। বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করতে ভয় পাবেন না। সাধারণ নিয়ম হিসেবে, ভারী সুগন্ধি প্রথমে স্প্রে করা উচিত। 

ধাপে ধাপে শিখুন ‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’

আরো পড়ুন:

বোনের জন্য ভাইয়ের দেওয়া উপহার ‘স্বর্ণমোড়ানো কোরআন’ 

ডোডো পাখিকে কী ফেরাতে পারবে বিজ্ঞানীরা?

এক.

সুগন্ধি লেয়ারিং শুরু হবে গোসলের সময় থেকে। পছন্দের সুগন্ধি বা বডি স্প্রে-র সুগন্ধের সঙ্গে মিল আছে, এমন বডি ওয়াশ বা সাবান ব্যবহার করতে হবে।

দুই. গোসলের পর ত্বক সামান্য ভিজে থাকা অবস্থায় এমন ময়েশ্চারাইজার ত্বকে মালিশ করুন, যার সুগন্ধও আপনার পছন্দের সুগন্ধির মতোই। ধরা যাক আপনার সুগন্ধি বা বডি স্প্রে-র ঘ্রাণ ফ্লোরাল, ওরিয়েন্টাল, সাইট্রাস অথবা ভ্যানিলা জাতীয়। তাহলে সুগন্ধির ঘ্রাণের সঙ্গে মিলিয়ে ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন। 

তিন. শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় বড্রি স্প্রে করে নিন। যেমন কব্জি, ঘাড়, কনুইয়ের ভাঁজে, কানের পেছনে। বডি স্প্রে-তে সুগন্ধি তেলের ঘনত্ব কম থাকায় এটি হালকা হয়ে থাকে। দিনে একাধিক বার ব্যবহারে করলেও সমস্যা হয় না।

চার. সবশেষে ব্যবহার করতে হবে সুগন্ধি। শরীরের যে জায়গাগুলোতে বডি স্প্রে ব্যবহার করেছিলেন, সেখানেই পারফিউম স্প্রে করে নিন। সুগন্ধির ঘনত্ব বডি স্প্রে-র চেয়ে অনেক বেশি, তাই এর গন্ধ অনেক সময় থাকে। একই পালস পয়েন্টগুলোতে বডি স্প্রে ও সুগন্ধি স্প্রে করলে সেই গন্ধ অনেকক্ষণ টিকে থাকবে।

উল্লেখ্য, লেয়ারিং করলে খেয়াল রাখবেন, বডি স্প্রে বা সুগন্ধি, কোনওটিতেই যেন অ্যালকোহলের মাত্রা বেশি না থাকে। বেশি অ্যালকোহল যুক্ত সুগন্ধি ত্বকের জন্য ক্ষতিকর।

ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র কর আপন র

এছাড়াও পড়ুন:

ব্যাটিং কোচ আশরাফুল যে ‘অঙ্ক’ শেখাবেন ব্যাটসম্যানদের

ঘরোয়া ক্রিকেটের কোচিংয়ে নাম লিখিয়েও ক্রিকেট খেলাটা পুরোপুরি ছাড়েননি মোহাম্মদ আশরাফুল। গত দুই মৌসুমে খেলেছেন ইংল্যান্ডের সাউদার্ন প্রিমিয়ার লিগে পোর্টসমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে, রান করেছেন প্রায় ৭০ গড়ে।

তবে এবার বোধ হয় খেলোয়াড় পরিচয়টাকে পুরোপুরিই বিদায় দেওয়ার পালা। বিপিএলের দল রংপুর রাইডার্স, প্রিমিয়ার লিগের শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সর্বশেষ এবারের জাতীয় লিগের দল বরিশালের কোচ আশরাফুল যে এখন জাতীয় দলের কোচিং প্যানেলেও ঢুকে গেছেন! আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য তাঁকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে পারলে আশরাফুল যে এই পদে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই।

আমাদের ব্যাটসম্যানরা অনেক সময় বুঝতে পারে না কোন উইকেটে কত রান করলে ম্যাচ জেতা যাবে। বেশির ভাগ ক্ষেত্রে এই অঙ্কটা তারা করতে পারে না বলেই ভুলভাবে খেলে। আমি চেষ্টা করব ওই জায়গাটা নিয়ে কাজ করতে।মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ, বাংলাদেশ দলমোহাম্মদ আশরাফুল যখন রংপুর রাইডার্সের কোচ

সম্পর্কিত নিবন্ধ