চলচ্চিত্র নির্মাতা এস. এম. শফিউল আযম নির্মাণ করেছেন মৌলিক গল্প ও গানের সিনেমা ‘উদীয়মান সূর্য’। আসছে ২৬ সেপ্টেম্বর সিনেমাটি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা শফিউল আযম বলেন, “এই সিনেমায় দেশপ্রেমের কথা বলা হয়েছে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। ‘মুসলিম-হিন্দু যাই বলা হোক না কেন, আমরা সবাই মানুষ। আমাদের পরিচয় আমরা বাঙালি।’—এই শ্লোগানকে সামনে রেখে সিনেমাটি নির্মাণ করেছি। সাম্প্রদায়িকতা ভুলে সবাইকে এক প্ল্যাটফর্মে আনার প্রয়াস আছে। প্রেম, ভালোবাসা, অ্যাকশন, গান—সব মিলিয়ে দর্শকদের ভালো লাগবে আশা করছি।”

তিনি আরও যোগ করেন, “দেশের প্রতি আমার সবসময়ই আলাদা একটা মমত্ববোধ কাজ করে। দর্শকের প্রত্যাশা পূরণ হলেই নিজেকে স্বার্থক মনে করব।”

লিনেট ফিল্মস প্রযোজিত এ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস.

এম. শফিউল আযম নিজেই। সাদমান সামীর ও কান্তা নুর ছাড়াও অভিনয় করেছেন—শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদ, বিল্লু, আমিরুল ইসলাম, আসলাম আলী, ডা. শিউলী জামান, আমিরুল, আজম খান, শাহেলা আক্তার, সাদিয়া আফরিন, আহমেদ সাজু, এনায়েত রাজীব, বাবলু রাজা, নাজিরুল, মিষ্টি হাসান, আব্দুল আজিজ, পিনটু আকনজী, বিপুল, তৌফিক ডলার প্রমুখ। 

ঢাকা/রাহাত/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

মাসদাইরে মশক নিধনে বিএনপি নেতারা

ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় মশক নিধনে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা না গেলেও বিএনপি নেতারা মাঠে নেমেছেন। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশা মারার ওষধ দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় ইউনিয়ন পরিষদের মেম্বাররা থাকলেও তারা মশক নিধনে কোন রকম ভূমিকা রাখেনি। এতে করে মশার উৎপাত যেমন বেড়েছে তেমনি ঘরে ঘরে জ¦র, ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। 

ইতিমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। গতকাল মশক নিধনে বিএনপি নেতারা এগিয়ে আসায় স্থানীয়রা তাদের সাধুবাদ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকে মশক নিধন কর্মসূচী শুরু হয়। 

বেশ রাত পর্যন্ত এলাকার প্রধান সড়ক, শাখা রাস্তা, বিভিন্ন বাড়ির রাস্তা-গলি, জলাশয়ে ওষধ দেয়া হয়। 

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সহ সভাপতি রোজিনা মেম্বার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হক আলমগীর, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইয়াসিন আরাফাত সহ অনেকে ।
 

সম্পর্কিত নিবন্ধ