শুধু ‘কাল্কি’র সিকুয়েল নয়, এই ৫ সিনেমা থেকেও বাদ পড়েন দীপিকা
Published: 20th, September 2025 GMT
সম্প্রতি প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিকুয়েলে থাকছেন না দীপিকা পাড়ুকোন। এবারই প্রথম নয়, এর আগেও নানা কারণে সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে জেনে নেওয়া যাক এমন সাত সিনেমার কথা—
কাল্কি ২৮৯৮ এডি (সিকুয়েল)
নির্মাতারা নিশ্চিত করেছেন যে দীপিকা পাড়ুকোন এই সিকুয়েলে থাকছেন না। বলা হচ্ছে বাড়তি পারিশ্রমিক ও কর্মঘণ্টা ধরে মতবিরোধের জেরে সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি। এখন ছবিতে দীপিকার বিকল্প ভাবা হচ্ছে ঐশ্বরিয়া রাই, পূজা হেগড়ে ও কৃতি শ্যাননকে।
স্পিরিট
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’-এ দীপিকার মূল নায়িকা হিসেবে থাকার কথা ছিল। তবে সৃজনশীল ও চুক্তিভিত্তিক কারণে তাঁকে বাদ দেওয়া হয়। মা হওয়ার পর দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি নন দীপিকা। মূলত এ কারণেই সিনেমাটি থেকে বাদ পড়েছেন তিনি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাসদাইরে মশক নিধনে বিএনপি নেতারা
ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় মশক নিধনে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা না গেলেও বিএনপি নেতারা মাঠে নেমেছেন। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশা মারার ওষধ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় ইউনিয়ন পরিষদের মেম্বাররা থাকলেও তারা মশক নিধনে কোন রকম ভূমিকা রাখেনি। এতে করে মশার উৎপাত যেমন বেড়েছে তেমনি ঘরে ঘরে জ¦র, ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে।
ইতিমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। গতকাল মশক নিধনে বিএনপি নেতারা এগিয়ে আসায় স্থানীয়রা তাদের সাধুবাদ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকে মশক নিধন কর্মসূচী শুরু হয়।
বেশ রাত পর্যন্ত এলাকার প্রধান সড়ক, শাখা রাস্তা, বিভিন্ন বাড়ির রাস্তা-গলি, জলাশয়ে ওষধ দেয়া হয়।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সহ সভাপতি রোজিনা মেম্বার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হক আলমগীর, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইয়াসিন আরাফাত সহ অনেকে ।