ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উত্তর-পূর্ব ইউক্রেনীয় অঞ্চল সুমির একটি ট্রেন স্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে রাশিয়ার সেনাবাহিনী বারবার ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

জেলেনস্কি সুমির শোস্তকা স্টেশনে হামলাকে ‘বর্বর’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, “এখনো পর্যন্ত, আমরা কমপক্ষে ৩০ জন আহতের কথা জানি।”

ইউক্রেনীয় প্রেসিডেন্ট একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, বিধ্বস্ত ট্রেনের বগি আগুনে পুড়ে গেছে।

জেলেনস্কি বলেছেন, “রাশিয়ানরা জানত যে তারা বেসামরিক লোকদের উপর হামলা চালাচ্ছে।”

আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রাইহোরভ জানিয়েছেন, শোস্তকা থেকে রাজধানী কিয়েভের দিকে যাওয়ার পথে একটি ট্রেনে হামলাটি ঘটে।

তিনি বলেন, “চিকিৎসক ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছেন।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসকরা জানিয়েছেন,  প্রথম হামলাটি ঘনবসতিপূর্ণ রিমাল পাড়ায় একটি গাড়িতে আঘাত করা হয়েছিল। এর ফলে গাড়িতে আগুন ধরে যায়। নিহত পাঁচজন গাড়ির যাত্রী নাকি পথচারীদের মধ্যে ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। আগুন নেভাতে এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে কয়েক ডজন মানুষ ছুটে আসে।

গাড়িতে হামলার কিছুক্ষণ পরেই ইসরায়েলি বিমান বাহিনী মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহর এবং নুসাইরাত ক্যাম্পে দুটি বাড়িতে দুটি পৃথক বিমান হামলা চালায়। এর ফলে কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার পশ্চিম গাজা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা ১৮ তে পৌঁছেছে।

১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে সেই ঘোষণাকে পাশ কাটিয়ে প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত তিন শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮