বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সৌহার্দ্য ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মেহেরপুরের মুজিবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৫ এমপি’র নিকট বাংলাদেশের শূন্যরেখায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারকালে বিপুল পরিমাণ মাদক জব্দ

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের, সবাই খুলনার

বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.

নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ মোট ১০ জন উপস্থিত ছিলেন। অপরদিকে, বিএসএফের পক্ষে ১৬১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুভাস চন্দ্র গাগুয়ার নেতৃত্বে স্টাফ অফিসারসহ ১৩ জন সদস্য অংশ নেন।

বৈঠকের শুরুতে উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডারগণ একে অপরকে স্বাগত জানান ও কুশল বিনিময় করেন। এরপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সীমান্তের সার্বিক পরিস্থিতি, সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার রোধ, অবৈধভাবে বাংলাদেশি নাগরিক পুশ-ইন বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং উভয় দেশের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএসএফের পক্ষ থেকে সীমান্ত পিলার ৮৭ হতে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতারবিহীন এলাকায় ভারতীয় পার্শ্বে কাঁটাতার স্থাপনের প্রস্তাবনা উত্থাপন করা হয়।

জবাবে ৬ বিজিবির অধিনায়ক জানান, প্রস্তাবিত এলাকাটি পূর্বে অনুমোদিত হলেও বর্তমানে ভৌগলিক পরিবর্তন বিবেচনায় নতুন করে যৌথ পরিদর্শন (জেআরডি) করা প্রয়োজন। তিনি বিএসএফ কমান্ড্যান্টকে কাঁটাতার স্থাপনের বিষয়ে নতুন প্রস্তাবনা প্রেরণের পরামর্শ দেন।

এছাড়াও উভয় পক্ষ চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠক শেষে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডারগণ সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন।

ঢাকা/ফারুক/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ কম ন ড

এছাড়াও পড়ুন:

ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই বাংলাদেশি যুবক। গত রবিবার (৩০ নভেম্বর) মধ্যরাতে তারা ভারতে প্রবেশ করে নিখোঁজ হন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “লোকমুখে শুনেছি, দুই বাংলাদেশি ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে।”

আরো পড়ুন:

ভারতে দুটি ট্রলারসহ ২৮ বাংলাদেশি জেলে আটক

বক্স অফিসে ধানুশ-কৃতির প্রেম কতটা জমেছে?

নিখোঁজরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাকা-শ্যামপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আব্দুল মমিন (২৯) ও একই ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকার মৃত মজিবুরের ছেলে ইব্রাহীম আলী (৩৮)।

এলাকাবাসী জানান, গত রবিবার মধ্যরাতে শিবগঞ্জের রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১০/৭ এসআর থেকে আনুমানিক ৪ কিলোমিটার ভারতের অভ্যন্তরে নিমতিতা এলাকায় কয়েকজন বাংলাদেশি গরু আনতে যান। এ সময় ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফ নিমতিতা ক্যাম্পের টহলদল তাদের ধাওয়া করে। তারা দৌঁড়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন। বিএসএফ সদস্যরা স্পিডবোট দিয়ে তাদের ধাওয়া করে।   

এ ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি নিখোঁজ দুই যুককের পরিবারের সদস্যরা। তবে, তারা দাবি করেছেন, রবিবার মধ্যরাত থেকে মমিন ও ইব্রাহীমের খোঁজ পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, “রবিবার রাতে কয়েকজন ভারতে গরু আনতে যান। বিএসএফ তাদের ধাওয়া করলে অন্যরা পালাতে পারলেও দুইজনকে আটক করা হয়। তাদের মারধর করে হাত-পা বেঁধে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। যারা পালিয়ে এসেছে, তাদের কাছ থেকে একথা শোনা যাচ্ছে।”

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “লোকমুখে শুনেছি, দুই বাংলাদেশি ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে। আমরা ঘটনাটি হেডকোয়াটারে জানিয়েছি। এ নিয়ে কোন তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়: ডাকসু
  • অন্তঃসত্ত্বা সোনালি বিবিসহ ভারতীয় ৪ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল
  • মামলা নিষ্পত্তি না হলে দেশে ফিরতে পারবেন না ৬ ভারতীয়
  • গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠল বিএসএফ
  • ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি
  • জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর আবারও পুলিশ হেফাজতে ভারতের ৬ নাগরিক