জমি বন্দোবস্ত নিয়ে স্কুলে যাওয়ার রাস্তায় বাড়ি নির্মাণ, গাছতলায় পাঠদান
Published: 20th, November 2025 GMT
কুড়িগ্রামের চিতলমারীতে একটি খালের পাশে সরকারি জায়গায় বন্দোবস্ত পেয়ে বাড়ি গড়ে তুলেছেন এক ব্যক্তি। এর ফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। শিক্ষকেরা বাধ্য হয়ে সড়কের ধারের গাছতলায় বসেই পাঠদান করছেন। আর কোনো প্রয়োজনে স্কুল ভবনে যেতে হলে যাতায়াত করতে হয় কয়েকটি বাড়ি ভেতর দিয়ে ও জমির আল ধরে। এ অবস্থা উপজেলার পাত্রখাতা গ্রামের পূর্ব চর পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৬ জন শিক্ষক ও ১০৪ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ে যাতায়াতের পথ ছিল ওয়াবদা খালের বাঁধ। শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা ওই পথ ব্যবহার করতেন। কিন্তু পথটির ওপর থাকা সরকারি খাসজমি কয়েক বছর আগে বন্দোবস্ত দেওয়ার পর ধীরে ধীরে সেখানে স্থাপনা গড়ে ওঠে। ফলে স্কুলের একমাত্র যাতায়াতের পথ কার্যত অচল হয়ে পড়ে।
স্বাভাবিক যাতায়াতের পথ না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিদিনই বিপাকে পড়তে হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই সড়কের ধারে পাঠদান করতে হচ্ছে।মোছা.রিয়াদ বিন রানু, প্রধান শিক্ষক, পূর্ব চর পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, স্কুলে যাওয়ার রাস্তাটিতে টিনশেড ঘর ও বসতি। সড়কের ধারে গাছের ছায়ায় বসানো হয়েছে ছোট ছোট বেঞ্চ। শিক্ষকেরা সেখানে বসেই পাঠদান করাচ্ছেন। চারদিকে যানবাহনের শব্দ, ধুলা আর গরমে ক্লাস নেওয়ার পরিবেশ বলতে কিছু নেই।
চতুর্থ শ্রেণির সুমাইয়া খাতুন বলে, রাস্তা না থাকায় পাশের দুটি বাড়ির ভেতর দিয়ে আসতে হয়। বাড়ির লোকজন অনেক সময় আসতে নিষেধ করেন। এ জন্য অনেকে স্কুলেই আসে না।
চিলমারী উপজেলার পাত্রখাতা গ্রামের পূর্ব চর পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ত য় ত র পথ সরক র
এছাড়াও পড়ুন:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা রেকর্ড করে।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ‘‘উত্তরের হিমেল বায়ু আজ থেকে আবারো কিছুটা সক্রিয় হচ্ছে। ফলে দিনাজপুরসহ আশপাশের জেলায় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।’’
দেশের কয়েকটি জেলার আজকের সর্বনিম্ন তাপমাত্রা- দিনাজপুর ১৫.৬, রংপুর ১৭.৭, সৈয়দপুর ১৭.২, রাজারহাট (কুড়িগ্রাম) ১৬.০, ডিমলা (নীলফামারী) ১৬.০, বদলগাছি (নওগাঁ) ১৬.৬, রাজশাহী ১৫.২, বগুড়া ১৭.৬, চুয়াডাঙ্গা ১৫.৩, কুষ্টিয়া ১৬.৫ ও শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/মোসলেম/রাজীব