Risingbd:
2025-10-05@13:10:58 GMT

ভিনি-এমবাপ্পের শীর্ষে রিয়াল

Published: 5th, October 2025 GMT

ভিনি-এমবাপ্পের শীর্ষে রিয়াল

নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ডার্বিতে ধরাশায়ী হওয়ার পর ঠিক এক সপ্তাহ। এমন সময় রিয়াল মাদ্রিদের দরকার ছিল জয়ের ছোঁয়া, আত্মবিশ্বাস ফেরানোর মতো এক পারফরম্যান্স। শনিবার রাতে সেটাই এনে দিলেন ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।

সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে আবারও লা লিগার শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। তবে এই জয়ের আনন্দের মাঝেই অস্বস্তির খবর হলো চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে এমবাপ্পেকে।

আরো পড়ুন:

আলভারেজের হ্যাটট্রিকে অ্যাটলেটিকোর স্বস্তির জয়

এমবাপ্পের দুর্দান্ত গোলে এস্পানিওলকে হারিয়ে শীর্ষে রিয়াল

প্রথমার্ধে গোলশূন্য লড়াই চললেও বিরতির পর মাত্র দুই মিনিটেই গতি পায় খেলা। বাঁ দিক থেকে কেটে ঢুকে একক প্রচেষ্টায় গোল করেন ভিনিসিউস জুনিয়র, যার শট সান্তি কোমেসানিয়ার পায়ে লেগে দিক বদলে জালে ঢোকে (১-০)। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এর আগে রাফা মারিন বক্সে ফাউল করেন তাকে। আর ঠান্ডা মাথায় বল জালে পাঠান ভিনি।

৭৫ মিনিটে ভিয়ারিয়ালের জর্জেস মিকাউতাদজে দারুণ এক শটে ব্যবধান কমান (২-১)। কিন্তু এক লাল কার্ডেই শেষ হয়ে যায় তাদের প্রত্যাবর্তনের আশা। ম্যাচের ৭৮ মিনিটে সান্তিয়াগো মরিনো দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন। এ সময় তিনি ফাউল করেছিলেন সেই ভিনিসিউসকেই।

১০ জনের ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ দিকে চাপ বাড়ায় রিয়াল। দুইবার ভিনি গোলের সুযোগ হারালেও ৮১ মিনিটে বদলি খেলোয়াড় ব্রাহিম দিয়াজের পাস থেকে দারুণ এক ফিনিশে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু গোল উদ্‌যাপন শেষ হতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গোড়ালির ইনজুরিতে ব্যথায় কাতর। পরে বদলি হিসেবে রদ্রিগো নামলে, বার্নাব্যু জুড়ে নেমে আসে নীরবতা।

ইনজুরির আগে পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন এমবাপ্পে। ক্লাব ও দেশের হয়ে টানা নয় ম্যাচে গোল, যা তার ক্যারিয়ারের সেরা ধারাবাহিকতা। রিয়ালের শেষ ৩০টি লা লিগা গোলের মধ্যে একাই করেছেন ১৮টি।

প্রথমার্ধে মাদ্রিদের রক্ষাকবচ হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া। ৪১ মিনিটে টানি অলুওয়াসেইয়ের একক প্রচেষ্টার শট কাছাকাছি থেকে দারুণভাবে ঠেকিয়ে দেন বেলজিয়ান এই গোলরক্ষক। ওই সেভ না এলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

এই জয়ে ৮ ম্যাচে ৭ জয় নিয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২১। বার্সেলোনা তাদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে। তবে আজ রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। অন্যদিকে, টানা হার ভিয়ারিয়ালকে নামিয়ে দিয়েছে টেবিলের নিচের অর্ধে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল এমব প প ল কর ন

এছাড়াও পড়ুন:

পুরুষ ও মহিলা কাবাডি দলকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুরুষ ও মহিলা কাবাডি দলকে আর্থিক অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার রাতে (৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক দুই দলের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচার ও প্রসারে ক্রীড়ামুখী ও তারুণ্যবান্ধব এই উদ্যোগ নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

দেশীয় ও ঐতিহ্যবাহী ক্রীড়ার উন্নয়ন ও প্রতিভা বিকাশে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার মো. জাকারিয়া ইমতিয়াজ রবিবার বলেন, খেলাধুলা থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলায় সবকিছুই এখন সুশৃঙ্খলভাবে চলছে। এই বিষয়ে জেলা প্রশাসকের অনেক অবদান আছে।

তিনি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামের সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বরাদ্দের ব্যবস্থা করেছেন। দ্রুতই ফুটবল মাঠ সংস্কার হবে।

সম্পর্কিত নিবন্ধ