রাঙামাটির দোপানীছড়ায় বিজিবি’র চিকিৎসা সেবা প্রদান
Published: 9th, November 2025 GMT
বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র উদ্যোগে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়ায় গরিব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে বিজিবির রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি’র নেতৃত্বে অধীনস্থ দোপানীছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দোপানীছড়া পাড়ায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে স্থানীয় গরিব ও অসহায় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ মোট ২৫ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ ব্যাপারে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে.
ঢাকা/শংকর/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
খুলনা নগরীতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামে তরুণীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) নগরীর বয়রা বাজার শেরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।
আরো পড়ুন:
সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত ১
রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে অভয়নগর থেকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ওই তরুণী। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ইজিবাইকের চাকার সঙ্গে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। ইজিবাইক থেকে ওই তরুণী নিচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/নুরুজ্জামান/বকুল