সময়মত কর্মস্থলে উপস্থিত না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফয়সাল আহমেদকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মো. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ

যাত্রী বহনে রাজি না হওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম

এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা.

এবিএম আব্দুল হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এই বদলি আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং বদলিকৃত কর্মকর্তাকে পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। তা না হলে অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ডা. ফয়সাল আহমেদের বিরুদ্ধে দীর্ঘ অনুপস্থিতি, সিভিল সার্জনের সঙ্গে অসদাচরণ এবং বেসরকারি হাসপাতাল (হার্ট ফাউন্ডেশন) পরিচালনার অভিযোগ ওঠে। হাসপাতালের বায়োমেট্রিক হাজিরা রেকর্ডে দেখা গেছে, গত ৩ মাসে তিনি ৫০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর তিনি সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মো. আবদুস সালামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর ওই ঘটনায় ৫ অক্টোবর সিভিল সার্জন মহাপরিচালক বরাবর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এর পরদিন ৬ অক্টোবর সদর হাসপাতাল থেকে অপসারিত স্বেচ্ছাসেবকদের দিয়ে হাসপাতাল সম্মুখ সড়কে মানববন্ধন করান ডা. ফয়সাল, যা নিয়ে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ঢাকা/শাহীন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ স ভ ল স র জন

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমওকে বদলি

সময়মত কর্মস্থলে উপস্থিত না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফয়সাল আহমেদকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মো. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ

যাত্রী বহনে রাজি না হওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম

এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আব্দুল হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এই বদলি আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং বদলিকৃত কর্মকর্তাকে পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। তা না হলে অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি ডা. ফয়সাল আহমেদের বিরুদ্ধে দীর্ঘ অনুপস্থিতি, সিভিল সার্জনের সঙ্গে অসদাচরণ এবং বেসরকারি হাসপাতাল (হার্ট ফাউন্ডেশন) পরিচালনার অভিযোগ ওঠে। হাসপাতালের বায়োমেট্রিক হাজিরা রেকর্ডে দেখা গেছে, গত ৩ মাসে তিনি ৫০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর তিনি সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মো. আবদুস সালামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর ওই ঘটনায় ৫ অক্টোবর সিভিল সার্জন মহাপরিচালক বরাবর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এর পরদিন ৬ অক্টোবর সদর হাসপাতাল থেকে অপসারিত স্বেচ্ছাসেবকদের দিয়ে হাসপাতাল সম্মুখ সড়কে মানববন্ধন করান ডা. ফয়সাল, যা নিয়ে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ঢাকা/শাহীন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ