ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে গতকাল বৃহস্পতিবার রাতে রুশ বাহিনীর হামলায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান এ তথ্য জানিয়েছেন।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জাপোরিঝঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ বলেন, ‘দুঃখজনক খবর, রাতে রুশ হামলায় আহত সাত বছর বয়সী এক ছেলেশিশু হাসপাতালে মারা গেছে।’ তিনি জানান, জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে অন্তত সাতটি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এদিকে রুশ বিমান হামলায় আজ শুক্রবার ভোরে অন্ধকারে নিমজ্জিত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভ। পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটির বিমানবাহিনী এটিকে ‘বড়সড় হামলা’ বলে আখ্যা দিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শত্রুপক্ষ রাজধানীতে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তারা কিয়েভবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ বাহিনী গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও রেলব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া। কিয়েভে রয়টার্সের সাংবাদিকেরা আজ ভোরেও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন।

রাশিয়ার ভয়ংকর হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আজ দেশজুড়ে সতর্ক অবস্থা জারি করেছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র শনাক্ত কিংবা প্রতিরোধ করা কঠিন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র

এছাড়াও পড়ুন:

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী আটক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা–কর্মীকে আটক করেছে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের আটক করা হয়।

আটক ছাত্রলীগ কর্মীরা হলেন মো. জুনায়েদ সরদার (২০), মো. শয়ন (২০), শিহাব (২২), সৌরভ (২৫) ও ফয়সাল (২৪)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে পূর্ব দিকে মাদার কেয়ার গলিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতা–কর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ধানমন্ডি থানার পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় মোহাম্মদপুর থানার পুলিশ জুনায়েদ ও শয়নকে আটক করে। তাঁদের মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে সাইফুরস কোচিং সেন্টারে সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ধানমন্ডি থানার পুলিশ ধাওয়া দিয়ে শিহাব, সৌরভ ও ফয়সালকে আটক করেন। তাঁদের ধানমন্ডি থানায় রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ