নারী ক্রিকেটার জাহানারা আলমের তোলা যৌন নিপীড়নের অভিযোগের পর থেকেই নারী ক্রিকেটে এ নিয়ে চলছে আলোচনা। এর মধ্যেই কাল ইউএন ওমেনের সহযোগিতায় নারী ক্রিকেটার ও কর্মকর্তাদের জন্য ‘জেন্ডার সেনসিটিভিটি ট্রেনিংয়ের’ আয়োজন করেছে বিসিবি। যোগাযোগবিশেষজ্ঞ শারাত ইসলাম ও প্রোগ্রাম অ্যানালিস্ট তোসিবা কাশেম তাঁদের নিয়ে দেড় ঘণ্টার সেশন করেছেন।

বিসিবির আয়োজনের এই ট্রেনিং নিয়ে জাতীয় দলের ক্রিকেটার শারমিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘একজন মেয়ে হিসেবে নিজেকে নিরাপদ রাখার কী উপায় আছে, যদি আপনি কোনো নিপীড়নের শিকার হন, কোথায় অভিযোগ করবেন বা এটার সময়সীমা কতটুকু—ট্রেনিংয়ে এসব বিষয়ে বলা হয়েছে।’

বাংলাদেশের বাস্তবতায় নারী ক্রিকেটারদের অনেক সামাজিক বাধা পেরিয়ে আসতে হয়। জাতীয় দলে পৌঁছে যাওয়ার পরও অনেককেই অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়। ট্রেনিংয়ে নিপীড়নের শিকার হওয়া অন্য ক্রিকেটারের পাশে দাঁড়ানোর বিষয়েও ধারণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শারমিন।

নারী ক্রিকেটাররা কীভাবে নিজেদের নিরাপদ রাখবেন তা বলা হয় ট্রেনিংয়ে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

হরতালের কারণে নিরাপত্তা বিবেচনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের পর কোটাবিরোধী ঐক্য জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল দুপুর ২টার পর প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনের অন্যতম নেতা নুরুল আলম বলেন, ‘‘নিয়োগ স্থগিতের বিষয়টি আমরা স্বাগত জানাই। তবে আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করব, আমাদের যে ছয় দফা দাবি ছিল; তার বিষয়ে জেলা পরিষদ সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ২টা থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।’’

আন্দোলনকারীরা জানান, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে জেলা পরিষদের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে।

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ