হাফেজ হতে বাকি ছিল এক পারা, ছেলেটি চলে গেল কার অবহেলায়
Published: 10th, October 2025 GMT
পবিত্র কোরআন শরীফের ২৯ পারা মুখস্থ করেছিল আব্দুল বাছির রনি। হাফেজ হতে আর মাত্র এক পারা বাকি ছিল ১৬ বছর বয়সী এই কিশোরের। তবে, তার আগেই নিভে গেল তার প্রাণপ্রদীপ।
শুক্রবার (১০ অক্টোবর) ভোরে ফজরের নামাজের জন্য অজু শেষে একটি লোহার পাইপ ধরে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সহপাঠী ও শিক্ষকরা। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বগুড়ায় মদপানে আরো দুজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত
এ ঘটনার পরে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে, ছেলেটি চলে গেল কার অবহেলায়? মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছিল কি না সেটা তদন্ত করে দেখা দরকার। এ ঘটনায় তাদের কোনো গাফিলতি থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আব্দুল বাছির রনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে ও কেন্দুয়া পৌরসভার দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
রনির মৃত্যুর বিষয়ে জানতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করে রাইজিংবিডি ডট কম। তিনি বলেন, ‘‘এ ঘটনায় রনির বাবা শহীদ মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ইবাদ/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রিয়াল নিচ্ছে না, ব্রাজিল ডাকছে না, কী হয়েছে বিস্ময় বালক এনদ্রিকের
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে রিয়াল মাদ্রিদ লা লিগায় পরের ম্যাচটা খেলবে ১৯ অক্টোবর, হেতাফের বিপক্ষে। ওই ম্যাচেও যদি দলে সুযোগ না পান এনদ্রিকে, তাহলে তাঁর বেকারত্বের সময়কাল বেড়ে দাঁড়াবে ১৫৪ দিনে। মানে প্রায় পাঁচ মাস!
১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সর্বশেষ খেলেছিলেন এই বছর ১৮ মে, সেভিয়ার বিপক্ষে, আগের মৌসুমের শেষ দিকের এক ম্যাচে। তারপর অনেক কিছু বদলে গেছে—রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো, এনদ্রিক পেয়েছেন ক্লাবের ৯ নম্বর জার্সি, তারপর দুবার চোটে পড়েছেন, আবার গ্রীষ্মের দলবদলে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনও ছড়িয়েছে, কিন্তু তিনি কোথাও যাননি।
ওদিকে এ নিয়ে টানা তৃতীয় আন্তর্জাতিক বিরতি যাচ্ছে, যেখানে এনদ্রিক ব্রাজিল দলে নেই। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন এই ফরোয়ার্ড। সেই হারের পরই বরখাস্ত হন কোচ দরিভাল জুনিয়র, তাঁর জায়গায় বসানো হয় কার্লো আনচেলত্তিকে। কিন্তু এনদ্রিকের আর ব্রাজিলের হয়ে খেলা হয়নি।
ব্রাজিলের অনুশীলনে এনদ্রিক