রাইজিংবিডিতে প্রতিবেদনের পর ১৪ রেলস্টেশনে পরিচ্ছন্নতা সামগ্রী দিয়েছে ঠিকাদার
Published: 12th, October 2025 GMT
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে প্রতিবেদন প্রকাশের পরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের স্টেশনগুলোতে পরিচ্ছন্নতা সামগ্রী পৌঁছে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
শনিবার (১১ অক্টোবর) সামগ্রী বুঝে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং বুড়িমারী ও পাটগ্রাম স্টেশনের মাস্টার নুর আলম।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ‘লালমনিরহাট স্টেশনের পরিচ্ছন্নতা সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে রাইজিংবিডি ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর সব স্টেশনে পরিচ্ছন্নতা সামগ্রী পৌঁছে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
বাংলাদেশ রেলওয়ের একটি বিভাগ লালমনিরহাট। এ বিভাগের রেল স্টেশনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারি ও বেসরকারি দুই ভাবিই পরিচ্ছন্নতা কর্মীসহ পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহ করা হয়। বেসরকারিভাবে পরিচ্ছন্নতা কর্মী ও পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহ করতে প্রতি দুই বছর পর দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়। গত দুই অর্থবছরে লালমনিরহাট বিভাগীয় রেলের ১৪টি স্টেশনে এসব সামগ্রী সরবরাহের কাজ পায় ক্লিন সার্ভিস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
চুক্তি অনুযায়ী, প্রতি স্টেশনে একজন পরিচ্ছন্নতা কর্মী ও প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহ করার কথা। এসব সামগ্রীর মধ্যে আছে—হারপিক, সাবান, লাইজল, ফুল ঝাড়ু, কাঠের ঝাড়ু, ফেসিয়াল টিস্যু, টয়লেট টিস্যু, এয়ার ফ্রেশনার, এডোনিল, ড্যামফিক্স, হ্যান্ডওয়াশ, টয়লেট ব্রাশ, বেলচা, অ্যারোসল, মপ, ফিক্সল ও বালতি। ১৪টি স্টেশন পরিষ্কার বাবদ প্রতি মাসে বিল ধরা হয় ২ লাখ ৪৫ হাজার টাকা।
বেসরকারিভাবে পরিচালিত স্টেশনগুলো হচ্ছে— আদিতমারী, কাকিনা, হাতীবান্ধা, পাটগ্রাম, বুড়িমারী, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, দিনাজপুর, সেতাবগঞ্জ,পীরগঞ্জ, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়।
নিয়ম অনুযায়ী, ঠিকাদার পরিচ্ছন্নতা সামগ্রী স্টোরকিপারকে অবগত করে স্ব স্ব স্টেশনে পৌঁছে দিয়ে প্রত্যয়ন সাপেক্ষে বিল উত্তোলন করবেন। কিন্তু, গত অর্থবছরের মার্চ থেকে জুন পর্যন্ত বেসরকারিভাবে পরিচালিত ১৪টি স্টেশনে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দেওয়া হলেও কোনো পরিচ্ছন্নতা সামগ্রী দেওয়া হয়নি।
এ বিষয়ে গত ১২ সেপ্টেম্বর রাইজিংবিডিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরে নড়েচড়ে বসে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অবশেষে যুক্তি অনুযায়ী পরিচ্ছন্নতা সামগ্রী পৌঁছে দিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ প্রকাশের পরদিন এসব সামগ্রী সব স্টেশনে পৌঁছে দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং বুড়িমারী ও পাটগ্রাম স্টেশনের মাস্টার নুর আলম বলেছেন, সংবাদ প্রকাশের পর চুক্তিমতো সমুদয় পরিচ্ছন্নতা সামগ্রী বুঝে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এজন্য রাইজিংবিডিকে ধন্যবাদ।
ক্লিন সার্ভিসের মালিক ওয়ালিউর রহমান বলেছেন, আমার প্রতিনিধি গত ১১ সেপ্টেম্বর রাতে কিছু সামগ্রী স্টেশনে পৌঁছে দিয়েছেন। পর্যায়ক্রমে তারা আরো দিয়েছেন। অসুস্থ থাকায় এসব সামগ্রী সময়মতো পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।
অফিস সহকারী ও স্টোরকিপার নুরুজ্জামান সরকার সোহেল বলেছেন, আমার বিষয়ে যারা অভিযোগ দিয়েছেন, তা মিথ্যা ছিল। এই বিষয়টি পুরো দেখভাল করতেন ঠিকাদার। ইতোমধ্যে পাওনা পরিচ্ছন্নতা সামগ্রী স্টেশনগুলোতে পৌঁছে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঢাকা/সিপন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ট শনগ ল ব সরক র সরবর হ র পর চ প রক শ র লওয়
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে ফেটে যাওয়া পাইপলাইন মেরামত হয়নি, গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তি
দুই দিনেও নারায়ণগঞ্জ সদর উপজেলায় পঞ্চবটী-মুক্তারপুর উড়ালসড়কের পাইলিংয়ের সময় ফেটে যাওয়া পাইপলাইন মেরামত করতে পারেনি তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে জেলার অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস না থাকায় আবাসিক গ্রাহকের ভোগান্তির পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।
আরও পড়ুনউড়ালসড়কের পাইলিংয়ের সময় তিতাসের পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ২৩ নভেম্বর ২০২৫এ বিষয়ে আজ সোমবার বেলা আড়াইটার দিকে কথা হয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মশিউর রহমানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, চারদিকে লোহার পাতের ভারী সুরক্ষাবেষ্টনী দিয়ে খননযন্ত্র দিয়ে মাটি খুঁড়ে ২৫ ফুট গভীরে প্রধান পাইপলাইন পাওয়া গেছে। পাইপলাইনের আশপাশের মাটি সরিয়ে অন্যান্য প্রক্রিয়া শেষে দ্রুত মেরামতকাজ শেষ করা হবে। দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ চালু করার সর্বোচ্চ চেষ্টা চলছে।
এদিকে গ্যাস সরবরাহ না থাকায় আবাসিক গ্রাহকদের রান্নার কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। রেস্তোরাঁগুলোয় খাবারের জন্য ভিড় বাড়ছে। অনেকে মাটির চুলা, ইলেকট্রিক চুলা ও সিলিন্ডার চুলায় রান্না সারছেন। ডাইং কারখানাসহ গ্যাসনির্ভর কারখানাগুলো অচল হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে উৎপাদন।
পঞ্চবটী বিসিক শিল্পনগরীতে অবস্থিত ডাইং কারখানা এমএস ডাইংয়ের উপমহাব্যবস্থাপক কবির হোসেন প্রথম আলোকে জানান, গ্যাস না থাকায় গত দুই দিনে তাঁদের ডাইংয়ে ২০০ টন, ফিনিশিংয়ে ৪০০ টন, নিটিংয়ে ২০০ টন এবং প্রিন্টে ৪০ টন মাল উৎপাদন কমে গেছে। টার্গেট অনুযায়ী শিডিউল সম্পন্ন করতে না পারলে বায়ারদের নির্দিষ্ট সময়ে পণ্য রপ্তানিতে সমস্যা হবে। কবির হোসেন বলেন, গ্যাসনির্ভর প্রতিষ্ঠানগুলো এই সংকটে পড়েছে। কখন গ্যাস আসবে, তা এখনো কেউ জানাতে পারেনি।
গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় পাইলিংয়ের সময় ২২ ফুট গভীরে থাকা তিতাস গ্যাসের পাইপলাইনে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে পাইপ ফেটে তীব্র শব্দে গ্যাস বের হতে থাকে।
দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে জেলার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
উড়ালসড়কের প্রকল্প পরিচালক মো. ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে জানান, ‘মাটি খুঁড়ে তিতাসের গ্যাসের পাইপলাইন পাওয়া গেছে। আমরা সবাই সাধ্য অনুযায়ী চেষ্টা করছি ফেটে যাওয়া পাইলাইন দ্রুত মেরামতের কাজ সম্পন্ন করতে।’