জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণকাজের কারণে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তিনটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আক্তার হোসেন।

তিনি জানিয়েছেন, আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) ও ২৯ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণকাজ চলবে। এ সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে, গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ থানা এলাকা এবং প্রোপার ফিডার এলাকায় বিকল্পভাবে বিদ্যুৎ সংযোগ সচল রাখা হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

রক্ষণাবেক্ষণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করা এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের স্বার্থে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত দুই দিনে সবার সহযোগিতা কামনা করেছে গাজীপুর পবিস-১ এর কালীগঞ্জ জোনাল অফিস।

ঢাকা/রফিক সরকার/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এল ক য়

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জের দুই পৌর এলাকায় গ্যাস নেই, ভোগান্তি চরমে

মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভা এলাকায় দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে গ্যাস পাইপ ফেটে সরবরাহ বন্ধ হয়ে যায়। রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।  

গ্যাসের অভাবে দেখা দিয়েছে জনভোগান্তি। কেউ রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন। অনেকে মাটির চুলায় রান্না করছেন। সিলিন্ডার গ্যাসে রান্না করছেন কেউ কেউ।  

মুন্সীগঞ্জে শহরের বাগমামুদালী পাড়ার বাসিন্দা স্কুলশিক্ষিকা খালেদা আক্তার বলেছেন, গ্যাস না থাকায় শনিবার রাতে হোটেল থেকে খাবার কিনে এনে খেয়েছি। রবিবার ভোরে ঘুম থেকে উঠে গ্যাস না পেয়ে আবার সেই হোটেলের খাবারই পরিবারের সবাই খেয়েছি। কবে গ্যাসের চুলায় রান্না করতে পারব, সে চিন্তায় আছি।

শহরের মালপাড়া এলাকার গৃহিনী শামীমা নাসরিন বেলী জানিয়েছেন, তার বাসায় রান্নার জন্য গ্যাসের বিকল্প ব্যবস্থা নেই। রেস্তোরাঁর খাবারের ওপর ভরসা করতে হচ্ছে। পরোটা-ভাজি খেয়ে খেয়ে পেটে পীড়া হয়েছে। 

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফুতল্লা জোনাল ম্যানেজার আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, শনিবার বিকেল ৫টার দিকে পঞ্চবটি এলাকায় ৪০ ফুট মাটির নিচে সঞ্চালন লাইনে লিকেজ ও ফাটল দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। শনিবার রাতভর মাটি খনন করা হয়। রবিবার সকাল থেকেও ভেকু দিয়ে মাটি খনন করা হচ্ছে। পাইপলাইন মেরামত হলে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

মুন্সীগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার শরীফুল ইসলাম বলেছেন, মুন্সীগঞ্জের সাড়ে ১৩ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। নারায়ণগঞ্জে পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। পাইপ মেরামত করা হচ্ছে। মেরামতকাজ শেষ হলেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

ঢাকা/রতন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ৩০০ বছরের রেকর্ড ভেঙে দক্ষিণ থাইল্যান্ডে একদিনে সর্বোচ্চ বৃষ্টি
  • এক মাস পরও শৃঙ্খলা ফেরেনি, পণ্য পেতে সময় লাগছে বেশি
  • নাগরিক দুর্ভোগ দূর করুন
  • ‘উদাসীনতায়’ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকটে যবিপ্রবি
  • ৫০ হাজার টন চাল কিনবে সরকার, ভারত থেকে সরবরাহ করবে সিঙ্গাপুরের কোম্পানি
  • সি-স্যুট সম্মাননা পেলেন দেশের ২৪ জন করপোরেট ব্যক্তিত্ব
  • বহুপক্ষীয় বৈশ্বিক ব্যবস্থা এখন, শুধু পশ্চিমে দেখার সুযোগ নেই
  • পঞ্চবটিতে পাইপলাইন ফেটে বন্ধ গ্যাস সরবরাহ, চরম ভোগান্তি
  • মুন্সীগঞ্জের দুই পৌর এলাকায় গ্যাস নেই, ভোগান্তি চরমে