সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামের এক নারী হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে ধর্মপাশা ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন মোহনগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মানিক তালুকদার, নিহত শরীফা আক্তারের মা সাজিদা আক্তার, দেওথান গ্রাম জামে মসজিদের ইমাম মাওলানা হাবিব উল্লাহ, নারীনেত্রী জয়নাহার বেগম, মোহনগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার প্রমুখ।

নিহত শরীফার ফুফাতো বোন ফরিদা আক্তার (৫০) বলেন, ‘আমার মামাতো বোন শরীফা খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের ফাঁসি দিতে হবে।’

আরও পড়ুনসুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু০৬ অক্টোবর ২০২৫

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।’

৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শরীফা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন তাঁর সাবেক স্বামী আক্তার হোসেন। ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছিল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন'র বিভিন্ন দাবিতে মানববন্ধন 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী'র আয়োজনে শিক্ষকদের বিভিন্ন দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণ ও শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ সহ যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারাদেশের সকল শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে পর্যায়ক্রমে।

বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ ভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। আমাদের এমতাবস্থায় সরকারের কাছে আহবান জানাই, আপনারা সকল শিক্ষকদের নাভিশ্বাস জীবন থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন। 

 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মো. ওমর ফারুক'র সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. নুরুল ইসলাম'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক কামাল উদ্দিন, সহ সভাপতি আব্দুল ওহাব, প্রচার ও মিডিয়া- এস এম শফিকুল ইসলাম শফিক, সদর পশ্চিম থানা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ইবতেদাই শিক্ষক পরিষদ সভাপতি মুফতী আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি নারায়ণগঞ্জ মহানগর মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচনের আগেই গণভোট দাবি: তৃতীয় ধা‌পে নতুন কর্মসূ‌চি ইসলামী আন্দোলনের
  • ক্লাস থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন করানোর অভিযোগ
  • গাজীপুরে বাফুফেকে স্টেডিয়াম ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
  • জাবিতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি
  • খুলনায় শিশু জিসান হত্যা: এলাকাবাসীর আসামির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
  • মাদারীপুরে ‘অবৈধ’ কর্মকর্তাদের টেনেহিঁচড়ে বের করে দেওয়ার হুমকি জামায়াত নেতার
  • বিভিন্ন দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন'র মানববন্ধন 
  • বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন'র বিভিন্ন দাবিতে মানববন্ধন 
  • সোনারগাঁয়ে ভূমিদস্যুর  মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন