ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় কুপিয়ে ও তীর মেরে তিন বাংলাদেশিকে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন:

‘সাজিদ হত্যার ৯০তম দিন, এরপর কি আমি?’

দুই স্ত্রীর বিবাদে প্রাণ গেল যুবদল নেতার

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পতি মিয়া (৪৫) ও কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।  

ত্রিপুরার স্থানীয় দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আশীষ চক্রবর্তী জানান, বুধবার সকালে খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় পাহাড়ি আদিবাসীরা তিন বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে খোয়াই থানায় নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।  

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন, “রাতে বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতে পাঠিয়েছে। সেখান থেকে পাঠানো লাশের ছবিতে জুয়েল, পতি ও সজলকে শতভাগ শনাক্ত করা গেছে।”  

৫৫ বিজিবির (হবিগঞ্জ ব্যাটালিয়ন) ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মো.

তানজিলুর রহমান বুধবার রাত ১২টায় বলেন, ‍“মরদেহগুলো বাংলাদেশি তিনজনের। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।”

ঢাকা/মামুন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ

এছাড়াও পড়ুন:

ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই বাংলাদেশি যুবক। গত রবিবার (৩০ নভেম্বর) মধ্যরাতে তারা ভারতে প্রবেশ করে নিখোঁজ হন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “লোকমুখে শুনেছি, দুই বাংলাদেশি ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে।”

আরো পড়ুন:

ভারতে দুটি ট্রলারসহ ২৮ বাংলাদেশি জেলে আটক

বক্স অফিসে ধানুশ-কৃতির প্রেম কতটা জমেছে?

নিখোঁজরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাকা-শ্যামপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আব্দুল মমিন (২৯) ও একই ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকার মৃত মজিবুরের ছেলে ইব্রাহীম আলী (৩৮)।

এলাকাবাসী জানান, গত রবিবার মধ্যরাতে শিবগঞ্জের রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১০/৭ এসআর থেকে আনুমানিক ৪ কিলোমিটার ভারতের অভ্যন্তরে নিমতিতা এলাকায় কয়েকজন বাংলাদেশি গরু আনতে যান। এ সময় ভারতের ৭১ ব্যাটালিয়ন বিএসএফ নিমতিতা ক্যাম্পের টহলদল তাদের ধাওয়া করে। তারা দৌঁড়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন। বিএসএফ সদস্যরা স্পিডবোট দিয়ে তাদের ধাওয়া করে।   

এ ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি নিখোঁজ দুই যুককের পরিবারের সদস্যরা। তবে, তারা দাবি করেছেন, রবিবার মধ্যরাত থেকে মমিন ও ইব্রাহীমের খোঁজ পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, “রবিবার রাতে কয়েকজন ভারতে গরু আনতে যান। বিএসএফ তাদের ধাওয়া করলে অন্যরা পালাতে পারলেও দুইজনকে আটক করা হয়। তাদের মারধর করে হাত-পা বেঁধে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। যারা পালিয়ে এসেছে, তাদের কাছ থেকে একথা শোনা যাচ্ছে।”

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “লোকমুখে শুনেছি, দুই বাংলাদেশি ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে। আমরা ঘটনাটি হেডকোয়াটারে জানিয়েছি। এ নিয়ে কোন তথ্য পেলে পরবর্তীতে জানানো হবে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়: ডাকসু
  • অন্তঃসত্ত্বা সোনালি বিবিসহ ভারতীয় ৪ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল
  • মামলা নিষ্পত্তি না হলে দেশে ফিরতে পারবেন না ৬ ভারতীয়
  • গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠল বিএসএফ
  • ভারত গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি
  • জামিনে মুক্তির দেড় ঘণ্টা পর আবারও পুলিশ হেফাজতে ভারতের ৬ নাগরিক