সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতে হার। হার সর্বশেষ চারটি সিরিজেই। ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেই এখন বাংলাদেশ দলের সবচেয়ে বাজে অবস্থা। মাস ছয়েক আগেই বার্ষিক হালনাগাদের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে নেমে যায় বাংলাদেশ। ২০০৬ সালের পর যা বাংলাদেশের এই সংস্করণে সর্বনিম্ন অবস্থান। এর পর থেকে দশেই আছে বাংলাদেশ। তাতে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি না, সেই প্রশ্ন উঠে গেছে।  

২০২৭ বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে ওই বছরের ৩১ মার্চ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ নয়ের মধ্যে থাকতে হবে। সহ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চরম বাজে খেলে শীর্ষ আটের বাইরে চলে গেলে থাকতে হবে আটের মধ্যে। র‍্যাঙ্কিংয়ের এই হিসাব মেলানোর জন্য অন্তত ২৪টি ম্যাচ হাতে আছে বাংলাদেশের।

এই ২৪ ম্যাচের প্রথম ৩টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামী শনিবারই যার প্রথমটি মিরপুরে। একই ভেন্যুতে ২১ ও ২৩ অক্টোবর সিরিজের শেষ দুটি ম্যাচ। এই সিরিজ খেলেই নয়ে ফেরার সুযোগ আছে বাংলাদেশে। সেটি করতে হলে তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মিরাজরা ভাবছেন কীভাবে পরের সিরিজে ভালো করা যায়

টানা তিন ম্যাচ হেরে ধবলধোলাই। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সংস্করণে এমন অভিজ্ঞতা ছিল না বাংলাদেশে। এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজ মিলিয়ে প্রায় দেড় মাসের সংযুক্ত আরব আমিরাত সফর থেকে বাংলাদেশকে ফিরতে হচ্ছে এমন হতাশাকে সঙ্গী করে।

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে  ধবলধোলাই করলেও ওয়ানডেতে হয়েছে বাজে অভিজ্ঞতা। শেষ ম্যাচে কাল ৯৩ রানে অলআউট হয়ে আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ২০০ রানে। হতাশাটা ব্যাটিং নিয়েই বেশি। এ বছর খেলা আট ওয়ানডেতে মাত্র একবারই অলআউট হয়নি বাংলাদেশ।

আবুধাবিতে কাল এমন ব্যর্থতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমাদের অনেক ভুল ছিল। রান করতে পারিনি। আমাদের কাছে সুযোগ এসেছে, কিন্তু ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। দলের সবাই এটা মেনে নিয়েছে আমরা ভালো খেলিনি। তাঁদের খুব ভালো বোলিং আক্রমণ ছিল। কিন্তু আমাদের তা সামলানো উচিত ছিল।’

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি সুযোগ পাবে কি না, এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এখন র‍্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা বাংলাদেশের সামনে সেরা নয়ে যেতে হাতে আছে ২৩ ম্যাচ। আফগানিস্তান সিরিজ শেষ করে আসার তিন দিন পরই তাঁদের নামতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এই সিরিজের আগে কিছু জায়গায় উন্নতির তাগিদ ছিল মিরাজের কণ্ঠে, ‘আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে চিন্তিত। যদি আমরা রান না করি, জিততে পারব না। আমাদের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের রান করতে হবে। কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে আমরা ভাবছি।’

আরও পড়ুনলজ্জার রেকর্ড নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা
  • কঙ্কাল–ব্যাটিং, ওয়ানডেতে বাংলাদেশ এখন ৫০ ওভারও খেলতে পারে না
  • মিরাজরা ভাবছেন কীভাবে পরের সিরিজে ভালো করা যায়
  • আফগানিস্তানের কাছে ধবলধোলাই, নাকি সান্ত্বনার জয়
  • ধবলধোলাই এড়ানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিন
  • আজ অস্তিত্ব রক্ষার লড়াই
  • বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর দিল বিসিবি