জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদান করায় এবার ধানমন্ডি মডেল থানায় একটি মামলা হয়েছে। এর আগে শেরেবাংলা নগর থানায় চার মামলায় ৯০০ জনকে আসামি করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এতিমখানার কোটি টাকা আত্মসাৎ, সমাজসেবা কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

তিনি জানান, পুলিশের গাড়ি ভাঙচুর, সরকারি সম্পত্তি ক্ষতিসাধন ও সরকারি কাজে বাধা দেওয়ায় ৭০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ি ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

এদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় পুলিশ বাদী হয়ে মামলা চারটি করে। চার মামলায় মোট আসামির সংখ্যা প্রায় ৯০০ জন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো.

ইমাউল হক।

তিনি বলেন, শুক্রবারের ঘটনায় মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা করা হয়েছে সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে। বাকি মামলা তিনটি হয়েছে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর অভিযোগে।

উল্লেখ্য শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুরক্ষা আইন ও তাদের দায়মুক্তি নিশ্চিত করার তিন দাবিতে সংসদ ভবন এলাকায় উপস্থিত হন জুলাই যোদ্ধাদের একাংশ।

একপর্যায়ে নির্ধারিত সময়ের আগেই শতাধিক জুলাই যোদ্ধা ফটক ভেঙে সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে ঢুকে যায়। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত হবেন এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে জুলাই যোদ্ধাদের সেখান থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে পুলিশ। তবে পুলিশের অনুরোধে কাজ না হওয়ায় লাঠিপেটা করে বের করা হয়। এমন পরিস্থিতিতে জুলাই যোদ্ধা ও পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঢাকা/এমআর/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন শ চ ত কর

এছাড়াও পড়ুন:

‘গুলি কর’ বলে চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় আসাদুজ্জামান নামে এক কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা দেশীয় অস্ত্রের সাহায্যে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। সন্ত্রাসীরা একে অন্যকে ‘গুলি কর’ বলে চিৎকার করলে চালক গাড়ির গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র ও ডেপুটি কমিশনার এইচএম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

মাদারীপুরে সেতুর টোল অফিসে হামলা, আহত ৩

মসজিদে নামাজরত বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা

চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র এইচএম কবির জানান, চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরি পার্কস্থ একটি অফিসে সরকারি কাজ শেষে কাস্টমস হাউসে ফিরছিলেন কাস্টমস-এর রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান। আগ্রাবাদ এলাকায় তার গাড়ি সন্ত্রাসীদের হামলার শিকার হয়। মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভেঙে আসাদুজ্জামানের ওপর হামলার চেষ্টা করে।

এক পর্যায়ে হামলাকারীরা গুলি কর বলে একে অপরের প্রতি চিৎকার করে। চালক দ্রুত গাড়ির গতি বাড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আসাদুজ্জামান নিরাপদ আছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এইচএম কবির।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। হামলায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ