‎পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে সড়কে বাস উল্টে অন্তত ১৬ জন আহত হয়েছেন। ‎শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের মিরকামারী চাঁদ আলী মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

‎ফায়ার সার্ভিস সূত্র জানায়, কুয়াকাটা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস উপজেলার চাঁদ আলী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের ভেতর ২০ জন যাত্রী আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন:

ওমান থেকে ফিরল ৭ প্রবাসীর মরদেহ, জানাজা আজ

গাইবান্ধায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

‎রূপপুর গ্রিন সিটি মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র ইনচার্জ মোহাম্মদ আবু হাশেম জানান, চাঁদ আলী মোড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে থাকা কাদা-মাটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত

এছাড়াও পড়ুন:

অর্থসংকটে জাতিসংঘ, দেশে ফিরবেন ১৩১৩ শান্তিরক্ষী

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের তহবিলসংকটের কারণে আগামী ৯ মাসের মধ্যে অন্তত ১ হাজার ৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানো হবে। আর্থিক সংকটের ফলে ১৫ শতাংশ বাজেট ছাড়ের আওতায় আপত্কালীন পরিকল্পনা হিসেবে পাঁচটি মিশন থেকে বাংলাদেশের এসব শান্তিরক্ষীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ