চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগের আত্মগোপনে থাকা এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নাছির উদ্দিন ওরফে রিয়াজ (৪৫) নামের এই নেতাকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানা–পুলিশ। তবে বিষয়টি প্রকাশ করা হয় আজ রোববার দুপুরে।

গ্রেপ্তার হওয়া নাছির উদ্দিন রিয়াজ চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে।

রাঙ্গুনিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম শিফাতুল মাজদার প্রথম আলোকে বলেন, নাছির উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি রাঙ্গুনিয়া থানায় এবং দুটি চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) আওতাধীন থানায়। নাছির উদ্দিনের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ছ র উদ দ ন

এছাড়াও পড়ুন:

বৃষ্টির দাপটের পর ভারতকে সহজেই হারাল অস্ট্রেলিয়া

পঞ্চাশ ওভারের ম্যাচ। অথচ বৃষ্টির দাপটে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসল ২৬ ওভারে। বারবার বৃষ্টির বাধাঁয় বন্ধ হওয়া ম্যাচের উত্তেজনা তাতেই কমে আসে।

ছন্দ হারানোয় সমীকরণও হতে থাকে ওলটপালট। তবুও ২২ গজে লড়াই হলো। তাতে ভারতকে অনায়েসে হারিয়ে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ করলো অস্ট্রেলিয়া।

আরো পড়ুন:

স্পিন দূর্গে জয়ের ছবি আঁকল বাংলাদেশ

রিশাদের ৬ উইকেটে বাংলাদেশের বিশাল জয়

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। পার্থে আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৯ উইকেটে ১৩৬ রান করে। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ১৩১ রানের টার্গেট পায়। সেই লক্ষ্য ২১.১ ওভারে ৭ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে ওয়ানডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রান তাড়ায় অস্ট্রেলিয়া শুরুতে একটু বিপদে পড়েছিল। দ্বিতীয় ওভারে ট্রাভিস হেড (৮) ফেরেন আর্শদীপের সিংয়ের বলে। এরপর আরও ২ উইকেট হারায় তারা। ম্যাথু শর্ট (৮) ও জশ ফিলিপ (৩৭) আউট হন।

কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা অসি অধিনায়ক মিচেল মার্শ ক্রিজে ছিলেন। তার হাত ধরেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয়। ৫২ বলে ৪৬ রান করে মার্শ অপরাজিত ছিলেন। তাকে সঙ্গ দেন অভিষিক্ত রেনশ। ২৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি।  

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ভারতের ইনিংস চারবার বৃষ্টির বাঁধায় আটকে যায়। শেষমেশ ২৬ ওভারে ম্যাচ নেমে আসে। ভারতের ইনিংসে সবার নজর ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। কিছুটা শুভমান গিলের দিকেও। 

লম্বা বিরতি দিয়ে রোহিত ও বিরাট মাঠে ফেরেন। কিন্তু তারা বলার মতো কিছু করতে পারেননি। রোহিত ৮ রানে আউট হন। বিরাট খুলতে পারেননি রানের খাতা। এছাড়া রোহিতকে সরিয়ে গিলকে অধিনায়ক বানানো হয়েছে ওয়ানডেতে। অধিনায়কত্বের প্রথম ওয়ানডেতে গিল ১০ রানে আটকে যান। ভালো করতে পারেননি শ্রেয়াস আইয়ারও। ১১ রানে থামে তার ইনিংস।  

ভারতকে টানেন অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল। তিন চারে ৩৮ বলে ৩১ রান করে ফেরেন অক্ষর। দুটি করে ছক্কা ও চারে ৩১ বলে রাহুল করেন সর্বোচ্চ ৩৮ রান। এছাড়া অভিষেকে দুই ছক্কায় ১১ বলে অপরাজিত ১৯ রান করেন নিতিশ কুমার রেড্ডি।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন ওয়েন, হেজেলউড ও কুনেমান। 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার, অ্যাডিলেডে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ