রোহিত-কোহলির প্রত্যাবর্তন ম্যাচে অস্ট্রেলিয়ার বড় জয়
Published: 19th, October 2025 GMT
২৬ ওভারে নেমে আসা ম্যাচে লক্ষ্য ছিল ১৩১ রান। কাগজে–কলমে ওয়ানডে ম্যাচ হলেও টি-টোয়েন্টির যুগে এ লক্ষ্যকে বড় বলার কোনো কারণ নেই। অস্ট্রেলিয়াও তেমনটা ভাবেনি। পার্থ স্টেডিয়ামে আজ ২৯ বল হাতে রেখে আর ৭ উইকেট বাকি থাকতেই সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়েছে স্বাগতিকেরা।
রান তাড়ার শুরুতে অবশ্য একটু বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারেই দলীয় ১০ রানে ফিরেছেন ট্রাভিস হেড। অর্শদীপ সিংয়ের বলে ডিপ থার্ড ম্যান অঞ্চলে হর্ষিত রানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫ বলে করেছিলেন ৮ রান।
এরপর আরও ২ উইকেট গেলেও একবারও মনে হয়নি অস্ট্রেলিয়া ম্যাচ হারতে পারে। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক মিচেল মার্শ একপ্রান্ত আঁকড়ে রেখে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ইনিংস ওপেন করা মার্শ ৫২ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন।
২৯ বলে ৩৭ রান করেছেন জশ ফিলিপে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে কিংবা এসএমএসের মাধ্যমে দেখতে পারবেন আসনবিন্যাস। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আগামী শনিবার (৬ ডিসেম্বর) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা। এ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন পরীক্ষার্থীরা। এর আগে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনগুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় থাকছে যে ১৯ বিশ্ববিদ্যালয়, এবারও নেই ৫টি২ ঘণ্টা আগেভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে অথবা ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ আসন বিন্যাস দেখতে পারবেন।
এর আগের অপর এক বার্তায় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) প্রকাশ করা হয়েছে।
এর আগে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা এবং আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ ৫ ডিসেম্বর, আবেদন ১১ ধাপে১ ঘণ্টা আগে