শেষ হলো প্রদর্শনী ‘ছায়া পথের পথিকেরা’
Published: 27th, October 2025 GMT
রাজধানীর বনানীর নুক গ্যালারিতে শেষ হলো শিল্পী মাসুদুর রহমানের একক প্রদর্শনী ‘ছায়া পথের পথিকেরা’। আজ সোমবার রাত আটটায় শেষ হয় চার দিনের এই প্রদর্শনী।
প্রদর্শনীতে স্থান পেয়েছিল চারকোল, তেল রং ও অ্যাক্রিলিকে আঁকা প্রায় ৪০টি শিল্পকর্ম। এতে প্রকৃতি ও মহাবিশ্বের সম্পর্ক, অস্তিত্ব ও শূন্যতা তুলে ধরা হয়।
শিল্পী মাসুদুর রহমানের এটি তৃতীয় একক প্রদর্শনী ছিল। ২৪ অক্টোবর শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল। প্রদর্শনীটি যৌথভাবে কিউরেট করেছেন ফারহানা নিজাম চৌধুরী ও মাহবুব শাহরিয়ার।
মাসুদুর রহমানের সৃজনশীলতা শুরু হয় কবিতা লেখার মধ্য দিয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রাচ্যকলা বিভাগে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি চিত্রকলাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর কাজে প্রায়ই মানুষের অভিব্যক্তি, আকাঙ্ক্ষা ও স্বপ্নের সাধনাকে কেন্দ্র করে প্রকৃতিকে একটি গভীর রূপক হিসেবে ব্যবহার করতে দেখা যায়। তিনি শিল্পের মাধ্যমে বহমান মানবাভিজ্ঞতার মধ্যে মহাবিশ্বের বিশালতাকে ধারণ করার চেষ্টা করেন।
শিল্পী মাসুদুর রহমানের দুটি একক ‘কসমিক ক্যাডেন্স’ ২০২৩ সালের অক্টোবরে দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছিল এবং ‘জার্নি অব কসমস’ ২০২৪ সালের সেপ্টেম্বরে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম স দ র রহম ন র
এছাড়াও পড়ুন:
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির কথা জানান।
রিজভী বলেন, ‘জাতীয় জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন সামনে রেখে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা এবং মহান বিজয়ের চেতনা স্মরণে দলীয়ভাবে এসব কর্মসূচি পালন করা হবে।’
দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দলীয় নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। একই দিন বেলা আড়াইটার দিকে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল ৭টার মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পরে সকাল ৯টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন তাঁরা।